ETV Bharat / state

Special Metro Service : ভারত-নিউজিল্যান্ডের ম্যাচের জন্য বিশেষ মেট্রো

author img

By

Published : Nov 18, 2021, 7:05 PM IST

বহুদিন পর ইডেনে দেশের হয়ে গলা ফাটানোর অনুমতি পেয়েছেন ক্রিকেট প্রেমীরা ৷ তাই তাঁদের কথা ভেবে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ভারত-নিউজিল্যান্ড ম্যাচের জন্য বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের ৷

Special Metro Serv
Special Metro Serv

কলকাতা, 18 নভেম্বর : ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর । আগামী রবিবার, 21 নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে তৃতীয় টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ ৷ মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড । তাই ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ।
মধ্যরাতে খেলা দেখে বাড়ি ফিরতে যাতে কোনও সমস্যায় পড়তে না হয় তাই চালানো হবে বিশেষ মেট্রো পরিষেবা । রবিবার স্বাভাবিক পরিষেবা ছাড়াও বাড়তি একজোড়া ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে । এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 10.30 মিনিটে । বিশেষ এই এক জোড়া ট্রেন আপ ও ডাউন লাইনের প্রতিটি স্টেশনেই দাঁড়াবে । তবে করোনা পরিস্থিতিতে যেমন বন্ধ রয়েছে কাউন্টার, ওই দিন কাউন্টার খোলা হলেও তা থেকে স্মার্ট কার্ড বিক্রি ও রিচার্জ করা হবে ।

আপে দক্ষিণেশ্বর যাওয়ার সময় এসপ্ল্যানেড থেকে ট্রেন ছাড়বে রাত 10.30 মিনিটে । ট্রেনটি দক্ষিণেশ্বর পৌঁছবে রাত 11.03 মিনিটে । ঠিক একইভাবে ডাউনে অর্থাৎ কবি সুভাষগামী ট্রেন এসপ্ল্যানেড থেকে ছাড়বে রাত 10.30 মিনিটে । ওই ট্রেনটি কবি সুভাষ পৌঁছবে রাত 11.03 মিনিটে ।

আরও পড়ুন : Kolkata Metro : স্কুল-কলেজ খুলতেই লক্ষ্মীলাভ কলকাতা মেট্রোর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.