ETV Bharat / state

দিল্লিতে BJP-র জরুরি বৈঠকে ডাক শোভনকে

author img

By

Published : Jul 22, 2020, 9:53 PM IST

Updated : Jul 22, 2020, 10:29 PM IST

জানা গেছে, BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দূতের মাধ্যমে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক আগে থেকেই যোগাযোগ করা হয়েছিল । কিন্তু, শোভন ও বৈশাখির তরফ থেকে সেইভাবে কোনও সদুত্তর পাওয়া যাচ্ছিল না । এরপর BJP-র এক সহ-সভাপতি সম্প্রতি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন । আর আজ BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শোভন চট্টোপাধ্যায়কে ফোন করা হয় ৷

শোভন চট্টোপাধ্যায়
দিলীপ ঘোষ ও শোভন চট্টোপাধ্যায়

কলকাতা, 22 জুলাই : দিল্লিতে BJP-র জরুরি বৈঠকে ডাক পেলেন শোভন চট্টোপাধ্যায় । BJP-র কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন তাঁকে ফোন করে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে BJP সূত্রে খবর । কাল থেকে দিল্লিতে টানা এক সপ্তাহ ধরে BJP-র ম্যারাথন বৈঠক শুরু হচ্ছে । 23 জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 29 জুলাই পর্যন্ত । BJP সূত্রে খবর, শোভন চট্টোপাধ্যায় দিল্লি যাওয়ার বিষয়ে BJP-র কেন্দ্রীয় নেতৃত্বকে আশ্বাস দিয়েছেন । সূত্রের খবর, আজ সকালে শোভন চট্টোপাধ্যায় দিল্লির বৈঠকে যোগদানের বিষয়টি চূড়ান্ত করেছেন ।

জানা গেছে, BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দূতের মাধ্যমে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক আগে থেকেই যোগাযোগ করা হয়েছিল । কিন্তু, শোভন ও বৈশাখির তরফ থেকে সেইভাবে কোনও সদুত্তর পাওয়া যাচ্ছিল না । এরপর BJP-র এক সহ-সভাপতি সম্প্রতি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন । আর আজ BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শোভন চট্টোপাধ্যায়কে ফোন করা হয় ৷

তবে BJP-তে কি ফের সক্রিয় হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়?

2019 সালের 14 অগাস্ট দিল্লিতে BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন শোভন চট্টোপাধ্যায় । এরপর ওই বছরের 20 অগাস্ট রাজ্য BJP-র সদর কার্যালয়ে শোভন-বৈশাখিকে ঘটা করে সংবর্ধনা দেওয়া হয়েছিল । BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজে তাঁদের সংবর্ধনা দিয়েছিলেন । এরপর BJP-র দক্ষিণ কলকাতার দায়িত্বও দেওয়া হয়েছিল শোভন চট্রোপাধ্যায়কে । কিন্ত, শোভন চট্টোপাধ্যায় প্রায় নিষ্ক্রিয় ছিলেন । BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে ঘুরে গেছেন । বঙ্গ BJP-র তরফে শোভন চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি সেইসব কর্মসূচিতে যোগ দেননি । এমনকী BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও একাধিকবার ফোনে যোগাযোগ করার পরও শোভনের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি বলে সূত্রের খবর।

শোভন চট্রোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "কেন্দ্রীয় নেতৃত্ব শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন । এর আগেও BJP-র সব বৈঠকে তাঁকে ডাকা হয়েছিল । তিনি আসেননি । এবারও দিল্লির বৈঠকে তাঁকে ডাকা হয়েছে ।"

দিল্লিতে বৈঠকের বিষয়ে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও এই বিষয়ে কোনও উত্তর পাওয়া যায়নি ।

Last Updated : Jul 22, 2020, 10:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.