ETV Bharat / state

রাজ্য রাজনীতিতেই থাকতে চান শোভনদেব, লড়তে পারেন খড়দা থেকে

author img

By

Published : May 22, 2021, 3:18 PM IST

দলের জন্য বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন ৷ তবে মমতার মন্ত্রিসভায় আপাতত 6 মাস টিকে থাকতে কোনও বাধা নেই ৷ কিন্তু 6 মাসের মধ্যে কোনও না কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে শোভনদেবকে ৷

শোভনদেব চট্টোপাধ্যায়
শোভনদেব চট্টোপাধ্যায়

কলকাতা, 22 মে : কানাঘুষো ছিল, রাজ্যসভা থেকে তাঁকে প্রার্থী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সময় যত এগিয়েছে, তত আরও একটি জল্পনা দানা বাঁধতে থাকে ৷ খড়দা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হতে পারে তাঁকে ৷ এই জল্পনা আরও বাড়িয়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায় নিজে ৷ আদ্যোপান্ত ছাপোষা মানুষটা রাজ্য রাজনীতিকেই আঁকড়ে ধরে থাকতে চান ৷ রাজ্যের মানুষের কাছে থেকে কাজ করতে চান ৷ রাজ্যসভার টিকিট তাঁর একেবারেই নাপসন্দ ৷

মমতার তৃতীয় দফার কৃষিমন্ত্রী তিনি ৷ মমতা তাঁকে অগাধ ভরসা করেন ৷ দল যখনই সমস্যায় পড়েছে, তখনই সঙ্কটমোচনে আবির্ভাব হয়েছেন ৷ তাঁর কাছে দলটাই সব ৷ ভবানীপুরের আসন নেত্রীর জন্য ছেড়ে দিতে দ্বিতীয়বার ভাবেননি ৷ দলের জন্য বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন ৷ তবে মমতার মন্ত্রিসভায় আপাতত 6 মাস টিকে থাকতে কোনও বাধা নেই ৷ কিন্তু 6 মাসের মধ্যে কোনও না কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে শোভনদেবকে ৷

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এখন সবার মুখে মুখে এক কথা ৷ শোভনদাকে রাজ্যসভায় না পাঠানো হলে, কোন কেন্দ্র থেকে প্রার্থী করা হবে ৷ তৃণমূলের একাংশে কানাঘুষো শোনা যাচ্ছে, খড়দা কেন্দ্র থেকেই উপনির্বাচনে প্রার্থী হতে চান শোভনদেব ৷

খড়দা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলই জিতেছিল ৷ কিন্ত 2 মে ফলপ্রকাশের আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান সেখানকার তৃণমূল প্রার্থী কাজল সিনহা ৷ ফলে খড়দায় উপনির্বাচন যদি শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয় তাহলে খুব একটা অবাক হওয়ার নয় ৷

আরও পড়ুন : রাজ্যসভার টিকিটেই কি শোভন-ঋণ মেটাবেন মমতা ?

তবে এক্ষেত্রে একটি জটিলতাও থেকে যাচ্ছে ৷ শারীরিক অসুস্থতার কারণে অমিত মিত্র এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি ৷ তবে তিনি রাজ্যের অর্থমন্ত্রী ৷ সেক্ষেত্রে তাঁকেও 6 মাসের মধ্যে কোনও না কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে ৷

আর হরিশ চ্যাটার্জি স্ট্রিট সূত্রে খবর, মমতার ক্যাবিনেটে অর্থমন্ত্রী অমিত মিত্রর কোনও বিকল্প নেই ৷ শোনা যাচ্ছিল, খড়দা কেন্দ্র থেকেই উপনির্বাচনে অমিত মিত্রকে জিতিয়ে আনার পরিকল্পনা ছিল মমতার ৷

তবে শোভনদেব গোটা বিষয়টি নিয়ে বরাবরের মতোই নির্বিকার ৷ রাজ্য়সভায় যেতে চান না বলছেন বটে, তবে দলের অনুগত সৈনিকের মতো এও বলে দিয়েছেন নেত্রী যা ভাল বুঝবেন, তাই করবেন ৷

শোভনদেব বরাবরই স্পষ্টবাদী ৷ শোনা যায়, মমতারও যে কাজটা পছন্দ হয় না, সেটাও মুখের উপর বলে দিতে দু'বার ভাবেন না ৷ অনেকসময়েই মমতার সঙ্গে মতপার্থক্য হয়েছে ৷ কিন্তু শেষ পর্যন্ত মমতাও জানেন, শোভনদা তাঁকে কোনওদিন ছেড়ে যাবেন না ৷ এখন দেখার শোভনদেব তাঁর আনুগত্য়ের পুরস্কার পান কি না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.