ETV Bharat / state

TMC on Shantanu Thakur: শান্তনু বোঝেন না এনআরসি কী, মতুয়াদের ভুল বোঝাচ্ছে বিজেপি; অভিযোগ তৃণমূলের

author img

By

Published : Jun 12, 2023, 8:56 PM IST

Etv Bharat
মতুয়াদের ভুল বোঝাচ্ছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

এনআরসি নিয়ে বিজেপি মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তৃণমূলের ৷

কলকাতা, 12 জুন: ভোট ঘোষণা হতেই ফের চর্চায় এনআরসি। এই এনআরসি নিয়ে বিজেপি রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সোমবার তৃণমূলের সদর দফতরে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং মতুয়া সম্প্রদায়ের নেত্রী মমতাবালা ঠাকুর।

এদিন দুই তৃণমূল নেতাই দাবি করেছেন, এনআরসি কী, তা শান্তনু ঠাকুর বোঝেনই না। এমনকী শান্তনু ঠাকুর-সহ গোটা বিজেপি নেতৃত্ব মতুয়া সম্প্রদায়ের মানুষকে এনআরসি নিয়ে ভুল বোঝাচ্ছে বলেও দাবি করেছে তৃণমূল। বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তাদের। এদিন মমতাবালা ঠাকুর বলেন, "ভোটের সময় এনআরসি নিয়ে কথা বলা হয়। শান্তনু কী অদেও এনআরসি-এর বিষয়ে কিছু জানেন? আমাদের লোক পাঠাব, এনআরসি কী তা বুঝিয়ে দেবে।" তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "মতুয়াদের এনআরসি নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি। কেন্দ্রের আইন মতুয়াদের স্বার্থের পরিপন্থী। ভুল বোঝানো হচ্ছে। মিথ্যা বলা হচ্ছে। বিভ্রান্ত করা হয়েছে। বিজেপি যা যা বলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।"

তবে রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মতুয়া দরদি তাও এদিন পাশাপাশি তুলে ধরেন মমতাবালা ঠাকুর। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখনই তাঁর দেখা হয়েছে তখনই বড়মা বীণাপাণি দেবী-সহ ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের মানুষ কেমন আছেন, সে বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। মমতাবালা ঠাকুর বলেন, "এর আগেও অনেক ঘটনা ঘটেছে। এনআরসি নিয়ে আমরা যখন বৈঠক করি, তখন আরএসএস লোকজন দিয়ে আমাদের উপর অত্যাচার চালিয়েছে।"

আরও পড়ুন: বিজেপির পোষা কুকুর বোকাছেলে শুভেন্দু, বেলাগাম কুণাল ঘোষ

তবে রবিবারের ঘটনার জন্য এদিন শান্তনু ঠাকুরকে অভিযুক্ত করেন মমতাবালা ঠাকুর ৷ তাঁর আক্ষেপ, "বড় মা বেচেঁ থাকলে দুঃখ পেতেন। নারী-পুরুষ সমান ঠাকুর বাড়িতে। কিন্তু, গতকাল নারীদের উপর অত্যাচার হয়েছে। প্রধানমন্ত্রী 15 অগস্ট নারীরদের সুরক্ষার কথা বলেন। কিন্তু, গতকাল কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে শান্তনু ঠাকুর যা করল সে বিষয়ে কী বলবেন?" একই সঙ্গে, শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্তেরও দাবি জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "এখন আমাকে হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি যেভাবে জাতপাত পাতের রাজনীতি করছে আমরা লজ্জিত । শান্তনু ঠাকুরকে দিয়ে মতুয়াদের উপর হামলা চালানো হচ্ছে। আমার স্বামী নেই। দুই বাচ্চা নিয়ে থাকি। কাল থেকে হুমকি চলছে। জানি না আগামিকাল আমার কী হবে! গতকালের ঘটনা নিন্দনীয়। এটা নিয়ে রাজনীতি করতে আসেনি। কিন্তু, ভয়ে আছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.