ETV Bharat / state

SFI at Calcutta University: ছাত্র সংসদ নির্বাচনের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক এসএফআইয়ের

author img

By

Published : Feb 12, 2023, 10:32 AM IST

ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে 20 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিল বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI rally at Calcutta University)৷

ETV Bharat
কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান এসএফআইয়ের

কলকাতা, 12 ফেব্রুয়ারি: "শিক্ষাক্ষেত্র বাঁচাতে, ছাত্র সমাজ বাঁচাতে চাই ছাত্র সংসদ নির্বাচন"৷ এই স্লোগানকে সামনে রেখে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিল এসএফআই কলকাতা জেলা কমিটি (SFI Kolkata)। আগামী 20 ফেব্রুয়ারি সোমবার কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়ে কেন্দ্রীয়ভাবে এসএফআইয়ের কর্মী-সমর্থকরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভিড় জমাবেন । এই কর্মসূচিতে এসএফআই কর্মী সমর্থকরা ছাড়াও অন্যান্য পড়ুয়া-অভিভাবকদের সামিল করতেও সামাজিক মাধ্যমে ব্যাপকহারে প্রচার চালানো হচ্ছে । একইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সদস্য পদ গ্রহণের মাধ্যমে ক্যাম্পাসে ক্যাম্পাসে এই অভিযানের প্রচার চালানো হচ্ছে ।

এই বিষয়ে এসএফআই কলকাতা জেলা কমিটির এক সদস্যের বক্তব্য, "ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদের গুরুত্ব তুলে ধরা হচ্ছে । কেন বিভিন্ন কলেজগুলিতে নির্বাচিত ছাত্র সংসদ না-থাকার পরেও ফি নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আহ্বান জানানো হচ্ছে । এসএফআইয়ের কলকাতা জেলা সভাপতি দেবাঞ্জন দে বলেন, "ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের দাবিদাওয়াকে তুলে ধরবার প্ল্যাটফর্ম ছাত্র সংসদ । 2017 সালের পর ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে, কলেজ ক্যাম্পাসগুলোকে দখলে রেখে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়নগুলোকে কাটমানি জেনারেটরে পরিণত করেছে । নির্বাচন হলেই এই তোলাবাজদের ক্যাম্পাস থেকে সরিয়ে দেবে ছাত্রছাত্রীরা । সিলেকশনবাজ টিএমসিপি তাই ভয় পাচ্ছে ইলেকশনে । বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা কাটাতে, ছাত্রছাত্রীদের দাবিদাওয়াকে সামনে রাখতে ক্যাম্পাসকে গুণ্ডামুক্ত করতেই হবে । আর সেটার জন্য দরকার ছাত্র সংসদ নির্বাচন । অবিলম্বে ছাত্র ভোট-সহ পাঁচ দফা দাবিতে 20 তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাব আমরা ।"

নবান্ন ও রাজভবন অভিযানের পর রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অভিযান করেছে এসএফআই । কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একাধিক জটিলতা বারবার সামনে আসায় পথে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সোনালী চক্রবর্তী উপাচার্য পদ ছাড়ার পর এখনও পর্যন্ত কোনও স্থায়ী উপাচার্য পায়নি কলকাতা বিশ্ববিদ্যালয় । সরকারি তরফে বিভিন্ন ফেলোশিপ বন্ধ করে দেওয়া হচ্ছে । যার জেরে বিপাকে পড়ছেন পড়ুয়া ও অভিভাবকরা । একইভাবে প্রতি বছর ফি বাড়িয়ে পড়ুয়াদের সেই সমস্যা দ্বিগুণ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এসএফআইয়ের ।
আরও পড়ুন : ছাত্র সংসদে ভোটের দাবিতে প্রেসিডেন্সিতে পড়ুয়াদের বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.