ETV Bharat / state

SFI Calls for Vidhan Sabha Abhijan: ডিএ-র দাবিতে ধর্মঘটের দিনেই এসএফআই-এর বিধানসভা অভিযান, জোড়া চাপে সরকার !

author img

By

Published : Mar 8, 2023, 6:54 PM IST

ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের ডাকা ধর্মঘটের (Government employees to observe strike) দিনেই বিধানসভা অভিযানের ডাক দিল এসএফআই (SFI Calls for Vidhan Sabha Abhijan)৷ আগামী 10 মার্চ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এসএফআই পশ্চিমবঙ্গ শাখা ।

SFI ETV Bharat
এসএফআই

কলকাতা, 8 মার্চ: 'ছাত্র ফেরাও, স্কুল বাঁচাও; ছাত্রভোট ফেরাও, কলেজ বিশ্ববিদ্যালয় বাঁচাও'- এই স্লোগানকে সামনে রেখে আগামী 10 মার্চ বিধানসভা অভিযানের ডাক দিল এসএফআই পশ্চিমবঙ্গ শাখা (SFI Calls for Vidhan Sabha Abhijan)। বুধবার এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন । ওই একই দিনে রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের প্রাপ্য বকেয়া মহার্ঘ্যভাতা আদায়ের লক্ষ্যে ধর্মঘট ডেকেছেন (Government employees to observe strike)। এসএফআই তাঁদের দাবি যথার্থ বলে মনে করে । এবং তাঁদের লড়াইয়ের প্রতি সংহতি জানানো হয়েছে ।

সৃজন ভট্টাচার্য বলেন, "10 মার্চ বেলা 12টার সময় শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে দুটি ছাত্রমিছিল রাজ্যের বিধানসভা অভিমুখে যাবে । আমরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ ও রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই । রাজ্যের ছাত্রসমাজের দাবিদাওয়া তাঁদের সামনে তুলে ধরতে চাই । একই সঙ্গে রাজ্যের সমগ্র ছাত্রের কাছে ওইদিন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ না দেওয়ার আবেদন জানাচ্ছি । অবশ্যই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কোনও পরীক্ষা থাকলে তা এই আবেদনের আওতার বাইরে থাকছে । আমরা রাজ্যের ছাত্রসমাজকে আগামী 10 মার্চ বিধানসভা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি ।"

এসএফআই-এর অভিযোগ, রাজ্যের শিক্ষাব্যবস্থা কার্যত ধ্বংসের মুখে । 8,207টি প্রাথমিক ও উচ্চপ্রাথমিক বিদ্যালয় স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্ত ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে । মাধ্যমিকে গত বছরের তুলনায় 4 লক্ষ পরীক্ষার্থী কমেছে । পাশাপাশি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, স্বজনপোষণ, বেনিয়ম, সরকারি সর্বোচ্চ স্তরের মদতে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ।

আরও পড়ুন: 11 দফা দাবিতে রাজ্যপাল মারফত প্রধানমন্ত্রীকে চিঠি রেশন ডিলার ফেডারেশনের

এসএফআই-এর আরও অভিযোগ, টিউশন ও হস্টেল ফি বৃদ্ধি-সহ পড়াশোনার খরচ কয়েকগুণ বেড়েছে । স্কলারশিপ, মিড-ডে মিল-সহ সব জায়গাতেই বেনিয়ম নিয়মে পরিণত । ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের কোনও হেলদোল নেই । গোটা বিষয়টাতেই রাজ্য প্রশাসনে চরম ঔদাসীন্য প্রকট বলে অভিযোগ করেন সৃজন ।

তিনি বলেন, রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে বিগত 6 বছর রাজ্যের বিপুল অংশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোনও ছাত্রসংসদ নির্বাচন হয়নি । স্বাভাবিক কারণেই ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর তুলে ধরার, ছাত্রছাত্রীদের দৈনন্দিন দাবিদাওয়া নিয়ে কথা বলার কোনও পরিসর নেই । নির্বাচন না করে দখল করা ছাত্রসংসদের নামে তৃণমূলী দুষ্কৃতীরা কলেজ বিশ্ববিদ্যালয়ে বেলাগাম লুটপাট ও দুর্নীতি চালাচ্ছে । সামগ্রিক এই পরিস্থিতি রাজ্যের শিক্ষাব্যবস্থার পক্ষে আশঙ্কাজনক বলে দাবি করেন সৃজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.