ETV Bharat / state

Letter to PM by Ration Dealers: 11 দফা দাবিতে রাজ্যপাল মারফত প্রধানমন্ত্রীকে চিঠি রেশন ডিলার ফেডারেশনের

author img

By

Published : Feb 20, 2023, 6:30 PM IST

Letter to PM by Ration Dealers ETV BHARAT
Letter to PM by Ration Dealers ETV BHARAT

রেশন ডিলারদের 11 দফা দাবি না মানলে এবার সংসদ ভবন ঘেরাও করার হুঁশিয়ারি (Letter to PM by Ration Dealers) ৷ 2 সপ্তাহ আগে এই একই ইস্যুতে 72 ঘণ্টার ধর্মঘট করেছিল সর্বভারতীয় রেশন ডিলার ফেডারেশন ৷

22 মার্চ সংসদ ভবন ঘেরাও করার হুঁশিয়ারি রেশন ডিলার ফেডারেশনের

কলকাতা, 20 ফেব্রুয়ারি: নূন্যতম মাসিক 50 হাজার টাকা আয়ের ব্যবস্থা করতে হবে ৷ এমনই এগারো দফা দাবিতে এবার দিল্লির সংসদ ভবন ঘেরাও করার ডাক রেশন ডিলারদের সংগঠন ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর ৷ উল্লেখ্য, দু’সপ্তাহ আগে এই সংগঠনের তরফে 72 ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল ৷ যার জেরে কয়েক কোটি উপভোক্তা রেশন পরিষেবা থেকে বঞ্চিত হয়েছিলেন ৷ এবার প্রধানমন্ত্রীকে নিজেদের দাবি-সহ সংসদ ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠাল সংগঠনের রাজ্য শাখা (Ration Dealers Sent Letter to PM Narendra Modi) ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে সেই স্মারকলিপি জমা দিয়েছে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর রাজ্য সংগঠন ৷

এদিন রাজ্যপালের হাতে সেই স্মারকলিপি তুলে দেন ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু ৷ এই স্মারকলিপিতে মাসিক 50 হাজার টাকা রোজগারের নিশ্চয়তা এবং বন্ধ হয়ে যাওয়া প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা চালু-সহ 11 দফা দাবি জানানো হয়েছে ৷ এই দাবি পূরণে গত 7, 8 ও 9 ফেব্রুয়ারি তিনদিনের রেশন ধর্মঘট ডেকেছিল ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’ ৷ প্রধানমন্ত্রীকে লেখা সেই স্মারকলিপিতে দাবি না-মানলে আগামী 22 মার্চ সংসদ ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘‘ফেডারেশনের তরফে মোট 11 দফা দাবি রাখা হয়েছে ৷ আমাদের দাবি পূরণ না-হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলতে থাকবে ৷’’ তাদের 11 দফা দাবিগুলি হল,

1. গরীব মানুষের স্বার্থে এনএফএসএ কার্ডধারীদের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার অতিরিক্ত 5 কিলো খাদ্যশস্যের সরবরাহ পুনর্বহাল করতে হবে ৷

2. রেশন ডিলারদের নূন্যতম মাসিক আয় 50 হাজার টাকা সুনিশ্চিত করতে হবে ৷

3. কেন্দ্রীয় সরকার দ্বারা নিযুক্ত ‘বিশ্ব খাদ্য নীতি’-এর সুপারিশ মেনে ন্যূনতম কুইন্টাল পিছু 764 টাকা কমিশন লাগু করতে হবে ৷

4. কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রীর বিবৃতিকে মান্যতা দিতে হবে ৷ যেখানে গ্রাহকদের দুর্ভোগ ও হয়রানি কমাতে জরুরি পরিস্থিতিতে ই-পিওএস মেশিনে আধার নম্বর দিয়ে রেশন বিলি করার অনুমতি দিতে হবে ৷

আরও পড়ুন: টানা তিন দিন দেশজুড়ে রেশন ধর্মঘট, বিপাকে পড়তে চলেছেন গ্রাহকরা

5. চাল, গম ও চিনিতে কুইন্টাল পিছু 1 কেজি করে হ্যান্ডলিং লস দিতে হবে ৷

6. মূল্যবৃদ্ধি রুখতে এবং একই সঙ্গে কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে রেশন দোকান থেকে ভোজ্যতেল, ডাল এবং চিনি সরবরাহ করতে হবে ৷

7. খাদ্যশস্যের গুণমান বজায় রাখতে শুধুমাত্র চটের বস্তায় খাদ্যশস্য সরবরাহ করতে হবে ৷

8. গ্রামীণ এলাকায় রেশন দোকানগুলিকে চাল ও গমের ‘ডিরেক্ট প্রকিউরমেন্ট এজেন্ট’ হিসাবে নিয়োগ করতে হবে ৷

9. ‘সকলের জন্য খাদ্য’ ও ‘পশ্চিমবঙ্গ রেশন মডেল’ অনুসরণ করে দেশজুড়ে প্রত্যেক নাগরিককে রেশন সামগ্রী সরবরাহ করতে হবে ৷

10. রাজস্থানের ন্যায় দেশে করোনায় মৃত্যু হওয়া ডিলারদের পরিবারকে 50 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করতে হবে ৷

11. সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রেশন ডিলারদের পাওনা কমিশন অবিলম্বে পরিশোধ করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.