ETV Bharat / state

JU Student Death: যাদবপুরকাণ্ডে রহস্যময় চিঠিতে নাম, এসএফআই’য়ের মিছিলে দোষীদের শাস্তি চাইলেন সেই রুদ্র’দা

author img

By

Published : Aug 17, 2023, 5:56 PM IST

Updated : Aug 17, 2023, 8:47 PM IST

JU Student Death
এসএফআই’য়ের মিছিলে দোষীদের শাস্তি চাইলেন সেই রুদ্র’দা

SFI Rally over Jadavpur Student Death Case: এই ঘটনায় সরাসরি পথে নামল বাম ছাত্র সংগঠন ৷ এদিন বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে জড়ো হতেই পুলিশ ভিতরে ঢুকতে বাধা দেয় । ওখানেই অবস্থান আন্দোলনে বসেন আন্দোলনকারীরা । অবস্থানে ছিলেন রহস্য চিঠির রুদ্র’দাও ৷

পথে নামল বাম ছাত্র সংগঠন

কলকাতা, 17 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-মৃত্যুর পরই সামনে এসেছিল একটি চিঠি ৷ প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, প্রথম বর্ষের প্রয়াত পড়ুয়া ওই চিঠি লিখেছে ৷ যদিও পরে ধৃত দীপশেখর জেরায় স্বীকার করে, মৃত ছাত্রের নামে ওই চিঠি আদপে তার লেখা ৷ চিঠি রহস্যে যবনিকা পতন হলেও তা নিয়ে এখনও জল্পনা চলছে ৷ ওই চিঠিতেই উল্লেখ ছিল রুদ্র’দার নাম । বৃহস্পতিবার এসএফআই’য়ের মিছিলে উপস্থিত ছিলেন সেই রুদ্র’দা । বিশ্ববিদ্যালয়ের জুনিয়রের হত্যাকারীদের শাস্তির দাবি নিয়ে মিছিলে সামিল হয়েছিলেন তিনি ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুকে ঘিরে এই মুহূর্তে উত্তাল রাজ্য-রাজনীতি । দেশের প্রথমসারির বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঢাকুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করে বাম ছাত্র সংগঠন । এসএফআই-এর মিছিলের স্লোগান ছিল, ছাত্র-মৃত্যুর অপরাধীকে অবিলম্বে শাস্তি দিতে হবে ।

সম্প্রতি 'শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও' এই স্লোগান তুলে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই দেশজুড়ে মিছিলের ডাক দিয়েছিল । 12 আগস্ট থেকে 15 অগস্ট পর্যন্ত এই মিছিল হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে । গত সপ্তাহের শনিবার কলকাতায় এই মিছিল করে এসএফআই । সেখান থেকেই যাদবপুর হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদও জানানো হয়েছিল । এবার এই ঘটনায় সরাসরি পথে নামল বাম ছাত্র সংগঠন ৷

এদিন ঢাকুরিয়া বাসস্ট্যান্ড থেকে মিছিল যাদবপুর থানার সামনে দিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে জড়ো হতেই পুলিশ ভিতরে ঢুকতে বাধা দেয় । সেই ব্যারিকেড ওখানেই সরিয়ে দিয়ে অবস্থান আন্দোলনে বসেন আন্দোলনকারীরা । তাদের সেই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য । তিনি বলেন, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয় মাসের পর মাস, বছরের পর বছর র‍্যাগিং চলছে ৷ সেই ব়্যাগিংয়ে মদত দিয়েছে শাসকদল । আজ আমরা যখন এখানে এসে সভা করব, মিছিল করব তখন পুলিশের বাধা দেওয়ার কোনও দরকার ছিল না ৷’’

আরও পড়ুন: মৃত ছাত্রের ঘর থেকে পাওয়া চিঠি লিখেছিল দীপশেখর! জেরায় স্বীকারোক্তি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে সমাবেশ শুরু করে এসএফআই । তারথেকে ঠিক কিছুটা দূরে দুপুর 12টা থেকে ধরনা চলছে তৃণমূল ছাত্র পরিষদের । এছাড়াও কিছুটা এগিয়ে অবস্থান বিক্ষোভ করছে বিজেপি’ও ।

Last Updated :Aug 17, 2023, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.