ETV Bharat / state

Local Train Cancelled: হাওড়া শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, বাড়বে ভোগান্তি

author img

By

Published : Mar 11, 2023, 5:06 PM IST

several Local Train will be Cancelled due to Maintenance Work in Howrah Division
প্রতীকী ছবি

চলতি মাসে লাইন সংস্কারের কাজের জন্য হাওড়া শাখায় (Maintenance Work in Howrah Division) ব্যাহত হবে ট্রেন চলাচল ৷ বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন (Local Train Cancelled) ৷ এর ফলে নিত্যযাত্রীদের হয়রানি বাড়বে ৷

কলকাতা, 11 মার্চ: হাওড়া শাখার বেলমুড়ি ও ছেড়াগ্রামের মধ্যে রেললাইনে মেরামতির কাজ করা হবে (Maintenance Work in Howrah Division) ৷ তার জন্য আগামী 12, 16 ও 19 মার্চ সংশ্লিষ্ট শাখায় বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ করা হবে ৷ সংশ্লিষ্ট তিনদিনের প্রত্যেক দিনই 180 মিনিট করে 'পাওয়ার ব্লক' নেওয়া হয়েছে ৷ অর্থাৎ, ওই 180 মিনিট সংশ্লিষ্ট শাখার নির্দিষ্ট অংশে বিদ্যুতের সংযোগ থাকবে না ৷ যার জেরে ট্রেন চলাচলও সাময়িক বন্ধ রাখা হবে ৷ রেলের তরফে জানানো হয়েছে, আগামী 12, 16 এবং 19 মার্চ, প্রত্যেক দিন এই 'পাওয়ার ব্লক'-এর জন্য দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷ একাধিক ইএমইউ লোকাল ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে (Local Train Cancelled) ৷

এই রুটে আগামী 12, 16 ও 19 মার্চ যে লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল-

বর্ধমান থেকে: 36836 এবং 36840 নম্বরের ট্রেন ৷

মশাগ্রাম থেকে: 36086 নম্বরের ট্রেন ৷

হাওড়া থেকে: 36825, 36829 এবং 36085 নম্বরের ট্রেন ৷

অন্যদিকে, 11 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশের ইন্দারা স্টেশনে ইয়ার্ড সংস্কারের কাজ চলবে ৷ একইসঙ্গে, সংস্কারের কাজ চলবে ইন্দারা-কিরিহারাপুর শাখাতেও ৷ এর ফলে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করা হবে। এক নজরে দেখে নিন সেই ট্রেনগুলির তালিকা ৷

several Local Train will be Cancelled due to Maintenance Work in Howrah Division
ট্রেন বাতিল এবং রুট পরিবর্তন সংক্রান্ত তালিকা

ডাইভারশন (ঘুরপথে ট্রেন চলাচল):

15050 গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরুর দিন 15.03.2023, 18.03.2023, 22.03.2023, 25.03.2023 এবং 29.03.2023) ৷ সংশ্লিষ্ট দিনগুলিতে এই ট্রেনটি ভাতনি-সিওয়ান-ছাপড়া হয়ে গন্তব্যে পৌঁছবে ৷

15049 কলকাতা-গোরক্ষপুর এক্সপ্রেস (যাত্রার দিন 26.03.2023 এবং 29.03.2023) এই ট্রেনটির পরিবর্তিত রুট হল ছাপড়া-সিওয়ান-ভাতনি ৷

শর্ট টার্মিনেশন বা শর্ট অরিজিনেশন (যাত্রাপথ সঙ্কোচন এবং যাত্রা শুরু ও শেষ করার স্থানবদল):

13137 কলকাতা-আজমগড় এক্সপ্রেস (যাত্রা শুরু করার দিন 13.03.2023, 20.03.2023 এবং 27.03.2023) ৷ সংশ্লিষ্ট দিনগুলিতে দূরপাল্লার এই ট্রেনটির অন্তিম গন্তব্য হবে আজমগড়ের পরিবর্তে ছাপড়া ৷

13138 আজমগড়-কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরু করার দিন 420.3320.3320. 2023) ৷ সংশ্লিষ্ট দিনগুলিতে এই ট্রেনটি আজমগড়ের পরিবর্তে ছাপড়া থেকে যাত্রা শুরু করবে ৷

ট্রেনের সময়বদল:

15050 গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরু করার দিন 11.03.2023, 15.03.2023, 18.03.2023, 22.03.2023, 25.03.2023 এবং 29.03.2023) সংশ্লিষ্ট দিনগুলিতে এই ট্রেনটি নির্ধারিত সময়ের 120 মিনিট আগে গোরক্ষপুর থেকে ছাড়বে ৷

আরও পড়ুন: খড়গপুর শাখায় উন্নয়নমূলক কাজের জন্য বাতিল একাধিক ট্রেন

সব মিলিয়ে মার্চ মাসজুড়ে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন হয় বাতিল করা হবে, আর তা না হলে তাদের নির্ধারিত যাত্রাপথ ও সময়সূচি বদলে দেওয়া হবে ৷ এর ফলে ঘোর বিপাকে পড়বেন নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকরা ৷ তার জন্য আগেভাগেই যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ ৷ যাত্রীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.