ETV Bharat / state

দীর্ঘ 11 মাস পর খুলল স্কুল, বিঘ্ন ঘটাল বনধ

author img

By

Published : Feb 12, 2021, 1:05 PM IST

jadavpur vidyapeeth
দীর্ঘ 11 মাস পর খুলল স্কুল

কোরোনার কারণে 2020 সালের মার্চ মাস থেকেই বন্ধ হয়ে পড়ে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । দীর্ঘ 11 মাস পর আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খোলার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর । বনধ উপেক্ষা করে সমস্ত বিধি-নিষেধ মেনে স্কুলে পৌঁছায় ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষাকারা ।

কলকাতা, 12 ফেব্রুয়ারি: 11 মাস পর আজ রাজ্যজুড়ে খুলল স্কুল । এদিকে গতকাল বামেদের ছাত্র ও যুবদের নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে বনধ চলছে। বহু জায়গায় স্কুল যাবতীয় সরকারি গাইডলাইন মেনে খুললেও, প্রথম দিনেই পঠন-পাঠন ব্যাহত হল বিভিন্ন স্কুলে। এমনই চিত্র ধরা পড়ল যাদবপুর বিদ্যাপীঠ । স্কুলের গেট আটকে রেখে বাম কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখায় । দীর্ঘক্ষণ অপেক্ষার পর প্রধান শিক্ষকের অনুরোধে স্কুলে ঢুকতে পারে পড়ুয়ারা । অন্য়দিকে, একই ছবি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে । সেখানেও পড়ুয়াদের বিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয় ।

আজ যাদবপুর এলাকা কার্যত অবরুদ্ধ করে রাখে বাম কর্মী-সমর্থকরা । যাদবপুর থানা থেকে সুলেখা মোড় পর্যন্ত বন্ধ ছিল যান চলাচল । সেই বাধা উপেক্ষা করে স্কুল পর্যন্ত পড়ুয়ারা পৌঁছে দেখে স্কুলের গেট বন্ধ । গেটে ঝুলছে বনধের সমর্থনে পোস্টার । আর বাইরে বাম সমর্থকরা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে । 11 মাস পর প্রথম দিন স্কুলে এসেই এই চিত্র দেখে কার্যত হতাশ হয়ে পড়ে পড়ুয়ারা । দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকেন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা । অবশেষে 11টার পর স্কুলে আসেন প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য । তাঁর অনুরোধে গেটের সামনে থেকে বাম ছাত্ররা সরে যায় ।

আবার অন্য জেলাগুলিতে অন্য চিত্র দেখা যায় । বনধ উপেক্ষা করেই স্কুলে পৌঁছায় ছাত্রছাত্রীরা । বনধে যাতায়াতে সামান্য সমস্যা হলেও সময়েই পঠন-পাঠন শুরু হয়েছে স্কুলগুলিতে । পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সেই ছবিই দেখা গিয়েছে । এদিন কোরোনা বিধি মেনে বিদ্যালয়গুলিতে আসতে দেখা যায় ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের ।

আরও পড়ুন, অধীর-গড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বাম-কংগ্রেসের

কোরোনার কারণে 2020 সালের মার্চ মাস থেকে বন্ধ হয়ে পড়ে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । দীর্ঘ 11 মাস বাদে আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খোলার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর । প্রায় এক বছর বাদে স্কুলে আসার আনন্দ ও উচ্ছ্বাসে হঠাৎই বাধা হয়ে দাঁড়িয়েছিল বামেদের ডাকা 12 ঘণ্টার বাংলা বনধ। সেক্ষেত্রে, বনধের প্রভাব পড়েছে বহু জায়গায় । স্কুলে পৌঁছাতেও সমস্যা হয়েছে । যাদবপুর বিদ্যাপীঠের মতো কোনও স্কুলে আবার দেরিতে ক্লাস শুরু হয়েছে । কিন্তু, তারপরেও সমস্ত বিধি নিষেধ মেনে স্কুলে পৌঁছাতে পেরেছে ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষাকারা । প্রায় এক বছর পর ফের স্কুলে আসতে পেরে খুশি পড়ুয়ারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.