ETV Bharat / state

Mohan Bhagwat: 18 জানুয়ারি রাজ্যে আসছেন আরএসএস প্রধান, থাকবেন নেতাজি জয়ন্তীর মেগা সভায়

author img

By

Published : Jan 7, 2023, 5:30 PM IST

Updated : Jan 7, 2023, 7:15 PM IST

Mohan Bhagwat
Mohan Bhagwat

বাংলায় আসছেন আরএসএসের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) । নেতাজি জয়ন্তীতে কলকাতায় একটি বড় সভা হতে পারে ৷ সেই সভায় তিনি উপস্থিত থাকতে পারেন বলে খবর ৷

কলকাতা, 7 জানুয়ারি: আগামী 18 জানুয়ারি রাজ্যে আসছেন আরএসএসের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) । ওই দিন কলকাতায় এসে পৌঁছবেন তিনি । আরএসএসের সংগঠনের কাজেই তিনি আসছেন বলে সূত্রের খবর ৷ তাছাড়া আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে (Netaji Birth Anniversary) একটি মেগা সভা হতে পারে শহিদ মিনারে ৷ ওই সভাতেও তিনি উপস্থিত থাকবেন বলে খবর ৷ তবে তিনি বিজেপির (BJP) সংগঠনের খোঁজখবর নেবেন বলেও সূত্রের খবর ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ৷ পরের বছর লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) ৷ তার আগে বঙ্গে বিজেপির কী হাল, সেটা নিয়েই তিনি খোঁজ নেবেন বলে জানা গিয়েছে ৷

আরএসএস সূত্রে খবর, কর্মী-সমর্থকদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আবেগকে জাগ্রত করতে 23 জানুয়ারি শহিদ মিনারে সভা করতে পারেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের প্রধান মোহন ভাগবত । আর সেই উদেশ্যেই 18 জানুয়ারি রাজ্যে আসছেন তিনি । এর আগে 2017 সালে অর্থাৎ ঠিক ছয় বছর আগে এমনই একটি মেগা সভায় যোগ দিতে রাজ্যে এসে ছিলেন তিনি । ওইদিন আবারও মঞ্চে দাঁড়িয়ে রাজ্য তথা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর সঙ্গে আসছেন সংঘ পরিবারের প্রথম সারির একাধিক নেতা । কলকাতা জেলার পাশাপাশি আরও কয়েকটি জেলায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর । 23 জানুয়ারি নেতাজি সুভাষ বসুর এলগিন রোডের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি ।

যেহেতু ময়দানের শহিদ মিনার সেনা বাহিনীর অধীনে ৷ সেনার কাছে আরএসএসের পক্ষ থেকে সভার অনুমতি চাওয়া হয় ৷ সেই অনুমতিও মিলেছে বলে খবর । সভা করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠিও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।

সামনেই পঞ্চায়েত ভোট ৷ আর তারপরেই 2024 এর লোকসভা নির্বাচন । স্বাভাবিকভাবেই সমস্ত রাজনৈতিক দলের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর । বিশেষ করে গেরুয়া শিবিরের কাছে । কারণ, 2021 এ বিধানসভায় রাজ্যে আশানুরূপ ফল হয়নি ৷ তাই এবার যে একেবারে কোমর বেঁধেছে বিজেপি, তা আর বলার অপেক্ষা রাখে না । সেই সময়ে ভাগবতের সফরে গেরুয়া শিবিরের ভোট প্রস্তুতি নিয়েও কথা হবে বলে সূত্রের খবর ৷

আরও পড়ুন: শিকড়ের সঙ্গে যোগ রেখেই নতুন ঠিকানায় যাচ্ছে বঙ্গ বিজেপি

Last Updated :Jan 7, 2023, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.