ETV Bharat / state

Bengal BJP: শিকড়ের সঙ্গে যোগ রেখেই নতুন ঠিকানায় যাচ্ছে বঙ্গ বিজেপি

author img

By

Published : Jan 7, 2023, 3:09 PM IST

বঙ্গ বিজেপির (Bengal BJP) সদর দফতর কলকাতার মুরলীধর সেন লেনে ৷ সেখানে স্থান সংকুলানের জন্য সেক্টর ফাইভে নতুন অফিস তৈরি করতে চলেছে গেরুয়া শিবির ৷ পঞ্চায়েত ভোটের আগেই সেখান থেকেই সাংগঠনিক কাজ পরিচালনা হবে বলে খবর ৷

Bengal BJP
Bengal BJP

কলকাতা, 7 জানুয়ারি: বঙ্গ বিজেপি (Bengal BJP) এবার নতুন ঠিকানা পেতে চলেছে । বিজেপি সূত্রে খবর, 6 নম্বর মুরলীধর সেন লেন যেমন দলের প্রধান কার্যালয় ছিল তেমনটাই থাকবে, তবে আরও একটি অফিস হতে চলেছে সল্টলেক সেক্টর ফাইভে । সব কিছু ঠিকঠাক থাকলে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগেই সেখান থেকে গেরুয়া সংগঠন চালানোর কাজ শুরু করে দেবেন সুকান্ত মজুমদাররা (Sukanta Majumdar) ৷ সল্টলেকে নতুন জায়গা দেখে বাড়িও নেওয়া হয়ে গিয়েছে বলে খবর ।

যদিও বঙ্গ বিজেপির যে একটি নতুন দফতর নেওয়া হতে পারে, সেই পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল । কারণ, রাজ্যে দলের প্রচার এবং প্রসার হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মী-সমর্থকদের সংখ্যা । সেন্ট্রাল অ্যাভিনিউর প্রধান রাস্তার উপর ছোট গলির মধ্যে বিজেপির এই প্রধান কার্যালয় ৷ তাই এখন জায়গার অভাব বারবার প্রকট হচ্ছে ৷ কোনও সাংগঠনিক বৈঠক বা দলীয় কর্মসূচি থাকলে এখানে তিল ধারণের জায়গা থাকে না ।

তাছাড়া ঘিঞ্জি এলাকায় অফিস হওয়ায় নিরাপত্তা সংক্রান্ত সমস্যা বারবার দেখা দিয়েছে ৷ ফলে জাতীয়স্তরের শীর্ষনেতারা বরাবর এই অফিস এড়িয়ে চলেছেন ৷ ইচ্ছে থাকলেও আসতে পারেননি ৷ তবে সম্প্রতি সেই মিথ ভাঙেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ কলকাতায় এসে ওই অফিসে পৌঁছে যান তিনি ৷ বৈঠক করেন দলের নেতাদের সঙ্গে ৷ এর আগে গত বছরের মাঝামাঝি বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীও (Mithun Chakraborty) ঘুরে যান এই অফিসে ।

এই সমস্যা থেকে মুক্তি পেতেই নতুন বাড়ি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে ৷ তবে এখনই এই নিয়ে বেশি কিছু বলতে নারাজ ৷ ওই সূত্র জানাচ্ছে, সাংগঠনিক কাজ নতুন বাড়ি থেকে হবে ৷ কিন্তু প্রধান কার্যালয় মুরলিধর সেন লেনেই থাকবে ৷ কারণ, এই বাড়িটির সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে ৷ 1925 সালে এই বাড়িতে জনসংঘের কার্যালয় তৈরি হয় ৷ তার পর কালক্রমে বাড়িটি বঙ্গ বিজেপির সদর দফতর হয়ে ওঠে ৷ এখান থেকেই সংগঠন পরিচালনার কাজ করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৷ তাই এই বাড়িটি ছাড়তে চায় না ৷

2021 এর বিধানসভা নির্বাচনের আগে হেস্টিংসে আগরওয়াল হাউজে একটি বাড়ির বেশ কয়েকটি তল ভাড়া করা হয়েছিল ৷ সেখান থেকে নির্বাচনের সময় কাজ হয়েছে ৷ ভোটের পরও সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ৷ ওই অফিসেই নতুন সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারকে স্বাগত জানানো হয় ৷ শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয় ৷

তাহলে সেখান থেকেই কেন কাজ চালানো হবে না ? নতুন বাড়ি কেন ভাড়া নেওয়া হবে না ? এই প্রশ্নও উঠছে ৷ সূত্রের খবর, 2019 সালের লোকসভা নির্বাচনের সাফল্যের নিরিখে 2021 এ বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল বিজেপি ৷ তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি ৷ এমনকী, ভোটের ফলও আশানুরূপ হয়নি ৷ সেই কারণেই সম্ভবত ওই বাড়ি থেকে আর দল পরিচালনা করতে চায় না গেরুয়া শিবির ৷ তাই এখন দেখার নতুন বাড়িতে গিয়ে শুভেন্দু-সুকান্তদের দলের ভোটভাগ্য ফেরে কি না !

আরও পড়ুন: পঞ্চায়েতের নির্বাচনের আগে 6টি রথযাত্রা করতে চায় বিজেপি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.