ETV Bharat / state

কলকাতা পুলিশে বড়সড় রদবদল

author img

By

Published : Nov 10, 2020, 8:44 PM IST

Updated : Nov 10, 2020, 8:59 PM IST

কলকাতা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন লক্ষ্মী নারায়ণ মীনা ৷

কলকাতা পুলিশ
কলকাতা পুলিশ

কলকাতা, 10 নভেম্বর: দু’দিনের মধ্যে কলকাতা পুলিশে রদবদল ৷ কলকাতা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন লক্ষ্মী নারায়ণ মীনা ৷ নোটিস দিয়ে নবান্নের তরফে একথা জানানো হয়েছে ৷ বদলি করা হল একাধিক ডেপুটি কমিশনারকে । একইসঙ্গে CID থেকে কলকাতা পুলিশে আনা হল লক্ষ্মী নারায়ণ মীনাকে ।

কলকাতা পুলিশের DC সাউথ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন মিরাজ খালিদ । তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্ট্রাল ডিভিশনের দায়িত্বে আনা হল । সেন্ট্রাল ডিভিশনের দায়িত্বে থাকা সুধীর কুমারকে মিরাজ খালিদের জায়গায় DC সাউথ করা হল । পোর্ট ডিভিশনের দায়িত্বে থাকা সৈয়দ ওয়াকার রাজাকে সাউথ ওয়েস্ট ডিভিশনের দায়িত্বে নিয়ে আসা হল । ওই ডিভিশনের দায়িত্বে থাকা নিরঞ্জন বিশ্বাসকে কলকাতা আর্মড পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের দায়িত্ব নিয়ে আসা হল । কলকাতা পুলিশের DCDD হিসেবে কর্মরত পঙ্কজ কুমারকে নিয়ে যাওয়া হল SRP হাওড়া হিসেবে । দেবস্মিতা দাস DC সাউথইস্ট ডিভিশনে কর্মরত ছিলেন । তাঁকে DCDD স্পেশাল পদে আনা হল । এখন থেকে লালবাজারে বসবেন দেবস্মিতা ।

কলকাতা পুলিশে রদবদল
কলকাতা পুলিশের রদবদলের নোটিস

একটা সময় DC সাউথ সুপারম্যান ডিভিশনে কর্মরত ছিলেন সুদীপ সরকার । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি গন্ডগোলের জেরে তাঁকে বদলি করা হয়েছিল । দক্ষ পুলিশ অফিসার হিসেবে পরিচিত সুদীপ সরকারকে ফের ফিরিয়ে আনা হল ডিভিশনে । তাঁকে DC সাউথইস্ট ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে ।

Last Updated : Nov 10, 2020, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.