ETV Bharat / state

রাজ্য থেকেই রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন

author img

By

Published : May 15, 2019, 8:04 PM IST

Updated : May 15, 2019, 8:19 PM IST

রাজীব কুমার

রাজ্য থেকে IPS অফিসার রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন । তাঁকে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠিয়ে দেওয়া হল ।

কলকাতা, 15 মে : নির্বাচন ঘোষণার আগে সরানো হয়েছিল রাজীব কুমারকে । কারণ কলকাতা পুলিশ কমিশনার পদে তিন বছরের বেশি সময় ছিলেন তিনি । নির্বাচন ঘোষণার আগে তাঁকে পাঠানো হয় CID-তে । এবার নির্বাচন কমিশন তাঁকে আর রাজ্যেই রাখল না । তাঁকে CID-ADG পদ থেকে সরিয়ে দিয়ে পাঠনো হল দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে । আগামীকালই সকাল 10 টার মধ্যে তাঁকে দিল্লিতে রিপোর্ট করতে হবে বলে কমিশন সূত্রে খবর ।

বিতর্ক পিছু ছাড়ছে IPS অফিসার রাজীব কুমারের । সারদার ফাইল মামলায় তিনি বিতর্কে জড়ান । রাজীব কুমারের বাড়িতে CBI অভিযানের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসেন । পরবর্তীতে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যায় CBI ।

commission
কমিশনের বিজ্ঞপ্তি

আজ কমিশন এই নির্দেশ কেন দিল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় । তবে সূত্রের খবর, নির্বাচন শেষ হতেই ভারতী ঘোষকে জেরা করা নিয়ে তৎপরতা দেখানোয় ও বিরোধীরা পক্ষপাতিত্বের অভিযোগ তোলায় এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ।

Last Updated :May 15, 2019, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.