ETV Bharat / state

Panchayat Elections 2023: বাকি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন ? মুখ্যসচিব-ডিজিদের সঙ্গে বৈঠক কমিশনের

author img

By

Published : Jul 2, 2023, 5:15 PM IST

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি-সহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা আজ রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার সঙ্গে বৈঠক করলেন ৷ বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷

মুখ্যসচিব-ডিজিদের সঙ্গে বৈঠক কমিশনের

কলকাতা, 2 জুলাই: হাতে গোনা আর কয়েকটা দিন ৷ আগামী শনিবার রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে ভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘ টানাপোড়েন ও জটিলতা চলেছে ৷ তবে এখনও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন কীভাবে হতে চলেছে, সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ আজ কমিশনের অফিসে এই নিয়ে তিনি দফায় দফায় বৈঠক করলেন রাজ্যের পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে ৷

আজ সকাল সাড়ে দশটা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, পঞ্চায়েতসচিব পিএস উলগানাথন, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালভিয়া ও রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম । রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার সঙ্গে বৈঠক করেন তাঁরা । প্রায় সবাই এক ঘণ্টা বৈঠক করে কমিশনের অফিস থেকে বেরিয়ে গেলেও দীর্ঘ 4 ঘণ্টারও বেশি সময় আলোচনার পর বের হন পঞ্চায়েতসচিব ৷

আসন্ন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে আলোচনা হওয়া কথা ৷ সূত্রের দাবি, কোথায় কীভাবে সেনাবাহিনী মোতায়েন করা হবে, সেই বিষয়টিও বৈঠকের এজেন্ডায় ছিল । রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার সঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের দীর্ঘক্ষণ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে ।

ঝাড়খণ্ড ও বিহার কিংবা অন্য রাজ্য থেকে যে সশস্ত্র পুলিশ বাহিনী পঞ্চায়েত নির্বাচনের জন্য আসছে, সেই বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা । ভিন রাজ্য থেকে আসা পুলিশ বাহিনীকে কোথায় কীভাবে মোতায়েন করা হবে, সেই নিয়েও এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে ৷ তবে বৈঠকে ঠিক কী কী বিষয় উঠে এসেছে, বা কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে কমিশনের তরফে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি ৷ রাজ্য পুলিশকেও বুথে কীভাবে কাজে লাগানো হবে তা নিয়েও আজকে বৈঠকে আলোচনা হওয়ার কথা ।

আরও পড়ুন: ঠুঁটো-জগন্নাথ ! নির্বাচন পরিচালনার কাজে বুথে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার না-করার বিজ্ঞপ্তি জারি কমিশনের

ত্রিস্তরীয় নিরাপত্তায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কীভাবে কাজ করবে, সে বিষয়টি নিয়েও ভাবনাচিন্তা করছে নির্বাচন কমিশন ৷ জাভেদ শামিমের সঙ্গে পঞ্চায়েত ভোটে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রাজীবা সিনহার । এ দিন তিনি কমিশনের দফতরে প্রবেশের সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, পঞ্চায়েত ভোটে বুথের নিরাপত্তার দায়িত্বে কি রাজ্য পুলিশই থাকছে ? যদিও আজ এই প্রশ্নের কোনও উত্তর দেননি কমিশনার ।

উল্লেখ্য, কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তি নিয়ে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ সেই বিজ্ঞপ্তিতে রয়েছে যে, 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে এরিয়া ডমিনেশন, নাকা চেকিং, রুট মার্চ - এ সব কাজেই লাগানো হবে ৷ কিন্তু বুথের ভেতরে থাকবে শুধু রাজ্য পুলিশ ৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ প্রসঙ্গত, আজই রাজ্যে সম্পূর্ণ 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়ার কথা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.