ETV Bharat / state

রাজ্যে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত, আজও বাতিল একাধিক ট্রেন

author img

By

Published : Dec 16, 2019, 4:40 PM IST

Updated : Dec 16, 2019, 9:17 PM IST

NRC-CAA
ট্রেন বাতিল

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও NRC -র বিরুদ্ধে রাজ্যজুড়ে বিক্ষোভ অব্যাহত । আর তাই আজ ফের বাতিল করা হল ট্রেন ।

কলকাতা, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও NRC -র বিরুদ্ধে রাজ্যজুড়ে বিক্ষোভ অব্যাহত । আর তাই আজ ফের বাতিল করা হল ট্রেন । বিক্ষোভের জেরে দেরিতে চলছে হলদিয়া-হাওড়া লোকাল । বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ও শিয়ালদাগামী একাধিক দূরপাল্লার ট্রেন । এছাড়াও বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে বহু ট্রেন । ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ ।

রেল সূত্রে খবর, দক্ষিণ পূর্ব রেল বিভাগে বাসুলিয়া সুতাহাটা স্টেশনে আজ সকালে মানুষ বিক্ষোভ দেখায় । অন্যদিকে আমতা লাইনেও সকালে বিক্ষোভের কারণে ট্রেন চলাচল ব্যাহত হয় । বিক্ষোভের জেরে দুটি আপ হাওড়া -আমতা EMU ও তিনটি ডাউন আমতা-হাওড়া EMU লোকাল ইতিমধ্যে বাতিল করা হয়েছে । তমলুক-হলদিয়া ও হাওড়া বিভাগেও ট্রেন চলাচল ব্যাহত । 38052 হলদিয়া-হাওড়া লোকাল দেরিতে চলছে । 38051 হাওড়া-হলদিয়া লোকালের যাত্রাপথ পাঁশকুড়া স্টেশনে সংক্ষিপ্ত করানো হয় ।

বিভিন্ন স্টেশনে এই বিক্ষিপ্ত বিক্ষোভের জেরে আজও বাতিল করা হল কিছু ট্রেন-

  • 12841 হাওড়া-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস
  • 12863 হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস
  • 12839 হাওড়া-চেন্নাই মেল হাওড়া
  • 12345 আপ/12346 ডাউন হাওড়া-গুয়াহাটি এক্সপ্রেস
  • 13063 আপ/13064 ডাউন হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস
  • 13465 আপ/13466 ডাউন হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস
  • 13033 আপ/13034 ডাউন হাওড়া-কাটিহার এক্সপ্রেস
  • 15959 আপ/15960 ডাউন হাওড়া-ডিব্রুগর এক্সপ্রেস
  • 13159 আপ কলকাতা-যোগবানি এক্সপ্রেস
  • 13162 ডাউন বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস
  • 13145 আপ/13146 ডাউন কলকাতা-রাদিকাপুর এক্সপ্রেস
  • 13113 আপ/13114 ডাউন কলকাতা-লালগোলা এক্সপ্রেস
  • 13163 আপ/13164 ডাউন শিয়ালদা-সাহারসা এক্সপ্রেস
  • 22201 আপ শিয়ালদা-পুরী-দুরন্ত এক্সপ্রেস
  • 13421 আপ/13422 ডাউন নবদ্বীপ ধাম-মালদা টাউন এক্সপ্রেস
  • 13103 আপ/13104 ডাউন ভাগীরথী এক্সপ্রেস

অন্যদিকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের মালদা ডিভিশনের নিউ ফরাক্কা-আজিমগঞ্জ বিভাগের কয়েকটি ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে । 13175 আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রাপথ মালদা স্টেশনে সংক্ষিপ্ত করানো হয় । 13017 আপ হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস যাত্রা সংক্ষিপ্ত করা হয় রামপুরহাট স্টেশনে । 13175 আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রাপথ মালদা স্টেশনে সংক্ষিপ্ত করানো হয়েছে । 15228 ডাউন মুজফ্ফরপুর-যশোবন্তপুর এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । আগে এই এক্সপ্রেসের মালদা হয়ে গুমানি পৌঁছানোর কথা ছিল । কিন্তু এখন সাহেবগঞ্জ হয়ে গুমানি পৌঁছাবে ট্রেনটি ।

নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা ও হাওড়াগামী একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল বলে ঘোষণা করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে -

  • 12343 আপ/12344 ডাউন দার্জিলিং মেল
  • 13147 আপ/13148 ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • 13149 আপ/13150 ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • 12377 আপ/12378 ডাউন পদাতিক এক্সপ্রেস
  • 12041 আপ/12042 ডাউন হাওড়া-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস
  • 13141 আপ/13142 ডাউন শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস
  • 13028 ডাউন আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস
Intro:দক্ষিণ পূর্ব রেল বিভাগে বাসুলিয়া সুতাহাটা স্টেশনে ভোর 6:10 মিনিটে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখায়। অন্যদিকে আমতায়ে সকাল 7:05 মিনিটে ট্রেন চলাচল ব্যাহত হয়। Body:বিভিন্ন স্টেশনে বিক্ষোভের জেরে বহু ট্রেন আটকে রয়েছে।

যে ট্রেনগলি আজ বাতিল করা হল সেগুলির তালিকা:
12841 হাওড়া চেন্নাই করমন্ডল এক্সপ্রেস যেটি 16 ডিসেম্বর হাওড়া থেকে ছাড়ার কথা ছিল।
12863 হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস যেটি হাওড়া থেকে 16 ডিসেম্বর ছাড়ার কথা ছিল।
12839 হাওড়া চেন্নাই মেল হাওড়া থেকে 16 ডিসেম্বর ছাড়ার কথা ছিল।

বিক্ষোভের কারণে তমলুক-হলদিয়া ও হাওড়া সেকশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
বিক্ষোভের জেরে 38052 হলদিয়া হাওড়া লোকাল দেরিতে চলে Haldia-Howrah local got detained in the section while 38051 হাওড়া হলদিয়া লোকালের পাঁশকুড়া স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করানো হয়। Conclusion:আমতায়ে বিক্ষোভের জেরে দুটি আপ হাওড়া -আমতা ই এম ইউ ও তিনটি ডাউন আমতা-হাওড়া ই এম ইউ লোকাল বাতিল করা হয়।
Last Updated :Dec 16, 2019, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.