ETV Bharat / state

এখনও স্বাভাবিক নয় বিদ্যুৎ পরিষেবা, ট‍্যাংরায় বিধায়ক-কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ

author img

By

Published : May 24, 2020, 7:32 PM IST

আমফানের দাপটের পর এলাকাটি গত পাঁচ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে । আজ CESC-র তৎপরতায় কয়েকটি অংশে বিদ্যুৎ পরিষেবা ফিরে আসে । কিন্তু বিপজ্জনকভাবে তারে ফ্ল‍্যাশ হতে থাকে । তাতে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় ।

এখনও স্বাভাবিক নয় বিদ্যুৎ পরিষেবা, ট‍্যাংরায় বিধায়ক-কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ
এখনও স্বাভাবিক নয় বিদ্যুৎ পরিষেবা, ট‍্যাংরায় বিধায়ক-কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ

কলকাতা, 24 মে: আমফানের তাণ্ডবের পর কলকাতার বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পৌঁছেছে । CESC- র দাবির ভিত্তিতে সেকথা টুইট করে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর । কিন্তু বহু জায়গাতেই এখনও পর্যন্ত বিদ্যুতের সমস্যা মেটেনি । 58 নম্বর ওয়ার্ডের একটা বড় অংশ এখনও পর্যন্ত অন্ধকারে ডুবে । বিষয়টি নিয়ে স্থানীয় মানুষজন আজ পথ অবরোধ করেন । তার মাঝে সেখানে পৌঁছালে হেভিওয়েট কাউন্সিলর তথা মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং বিধায়ক স্বর্ণকমল সাহাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা ।

এলাকাটি ট‍্যাংরা থানা থেকে প্রায় ঢিল ছোঁড়া দূরত্বের বৈশালি মোড় চত্বরে । আমফানের দাপটের পর এলাকাটি গত পাঁচ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে । আজ CESC-র তৎপরতায় এলাকার কয়েকটি অংশে বিদ্যুৎ পরিষেবা ফিরে আসে । কিন্তু বিপজ্জনকভাবে বিদ্যুতের তারে ফ্ল‍্যাশ হতে থাকে । তাতে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় । স্থানীয় মানুষজন CESC- তে খবর দিলেও সমস্যা সমাধানে এগিয়ে আসেনি বলেই অভিযোগ । বিষয়টি জানানো হয় স্থানীয় প্রশাসনেও । একদিকে কিছুটা অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্যদিকে বিদ্যুৎ আসার পরও ফ্ল্যাশের ঝলকানি, এতে স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠে নেমে পড়েন রাস্তায় । শুরু হয় পথ অবরোধ । খবর পেয়ে সেখানে যান বিধায়ক স্বর্ণকমল সাহা এবং স্বপন সমাদ্দার । তাদের গাড়ি ঘিরে ধরে সাধারণ মানুষজন বিক্ষোভ দেখায় । বিক্ষোভের মুখে পড়ে স্বর্ণকমল সাহা সক্রিয় হন সমস্যা সমাধানে । তিনি বলেন, "এই এলাকার মানুষজন সত‍্যিকারের সমস্যায় পড়েছিল । তাই কিছু ক্ষোভ তৈরি হয়েছিল । বিষয়টি সমাধানের জন্য যা যা করা দরকার সব করেছি ।"

আজ কলকাতার পাতিপুকুর, বেলগাছিয়া, মানিকতলা মেইন রোড, প্রিন্স আনোয়ার শাহ, লর্ডস মোড় সহ একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে দেওয়া হয়েছে । বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়েছে যাদবপুর, সেলিমপুর, সার্ভে পার্ক, পাটুলি, রিজেন্ট এস্টেট, বেহালা চৌরাস্তা, জেমস লং সরণিতেও । আগামী কালের মধ্যে সব জায়গায় যাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যায় তার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে CESC-র তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.