ETV Bharat / state

'পেটে তৃণমূলের 28 টাকার পাউচ', মিঠুনকে চোর-স্লোগানের জবাব সুকান্তর - Sukanta Majumdar - SUKANTA MAJUMDAR

Sukanta Majumdar on Seventh Phase Election: শেষ দফার লোকসভা নির্বাচনেও রাজ্যের বিভিন্ন কেন্দ্রে অশান্তির ঘটনা ঘটছে ৷ কোথাও প্রার্থীকে আটকে রাখার অভিযোগ উঠছে। কোথাও আবার হাতাহাতি হয়েছে বলে অভিযোগ ৷ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এই দফাতে রাজ্যে সবচেয়ে বেশি অশান্তি হয়েছে ৷

Sukanta Majumdar
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 5:48 PM IST

জলপাইগুড়ি, 1 জুন: ভোট দিতে গিয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে দেখে বেশ কয়েকজন 'চোর চোর' স্লোগান দিয়েছে। এই ঘটনার কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "তাদের পেটে কিছু আছে ? নাকি শুধুই তৃণমূলের 28 টাকার পাউচ প্যাক আছে?", সপ্তম দফার ভোটের শেষ লগ্নে এমনই মন্তব্য করলেন পদ্ম শিবিরের এই নেতা।

সপ্তম দফার ভোটে অশান্তি সবচেয়ে বেশি হয়ে বলে দাবি করলেন সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

শনিবার সকালে উত্তর কলকাতায় নিজের কেন্দ্রে ভোট দিতে যান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ তাঁকে দেখে কয়েকজন 'চোর চোর' স্লোগান দিতে থাকে ৷ সেই ঘটনার প্রেক্ষিতে এদিন বালুরঘাটের বিদায়ী সাংসদ বলেন, "যারা মিঠুন চক্রবর্তীকে চোর বলেছে, তাদের পেটে যদি তৃণমূলের 28 টাকার পাউচ প্যাক থাকে, তাহলে সেটা খেয়েই চোর বলেছে ৷ এরাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভগবান বলবে। "

সপ্তম তথা শেষ দফার ভোটে রাজ্যে 9টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে ৷ প্রতিটি দফাতেই কম বেশি হিংসার ঘটনা ঘটেছে রাজ্যজুড়ে ৷ শেষ দফায় আগের রাত থেকে অশান্তির ঘটনার খবর আসছে ৷ এদিন ডায়মন্ড হারবার, বসিরহাটের সন্দেশখালি, বরানগরে গণ্ডগোল হয়েছে ৷ এই প্রসঙ্গে সুকান্তর অভিযোগ, "সব দফার মধ্যে সবচেয়ে বেশি অশান্ত হয়েছে এই সপ্তম দফায়, বিশেষত ডায়মন্ড হারবারে পরিস্থিতি ভয়ঙ্কর ৷ তার সঙ্গে কলকাতা উত্তরে কিছু জায়গা এবং জয়নগর ও মথুরাপুরে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ৷ সব জায়গায় ভোট প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য যা যা করা দরকার, তৃণমূল আজ তাই করছে ৷"

পশ্চিমবঙ্গে 30টি আসনকে লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপি ৷ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে বলে আত্মবিশ্বাসী সুকান্ত ৷ তিনি বলেন, "উত্তর কলকাতায় এবার তাপস রায় জিততে চলেছেন ৷ রাজু নস্করের পায়ে নাক ঘষলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন না ৷ পদ্ম ফুটবে উত্তর কলকাতায় ৷ এবার বিজেপি ৩০ আসনের টার্গেট নিয়ে এগিয়েছে ৷ তৃণমূলের থেকে একটি আসনেও হলেও বেশি আসনে জিতবে বিজেপি ৷"

ডায়মন্ড হারবার লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে আটকে রাখা নিয়ে সুকান্ত বলেন, "আমাদের ডায়মন্ড হারবারের প্রার্থীকে একঘণ্টা আটকে রাখা হয়েছিল ৷ বিভিন্ন এলাকায় ঘুরতে দেওয়া হয়নি ৷ অভিষেক বন্দোপাধ্যায় ডায়মন্ড হারাবার মডেলের কথা বারবার বলেন। তিনি নাকি ভারতের এক নম্বর সাংসদ। সেই ডায়মন্ড হারবারে যদি এত কাজ করে থাকেন তাহলে তাঁর ভোটে এত ভয় কীসের ৷ কাজ করলে তাঁর তো এমনিতেই বিরাট ভোটে জয় পাওয়া উচিত ৷"

জলপাইগুড়ি, 1 জুন: ভোট দিতে গিয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে দেখে বেশ কয়েকজন 'চোর চোর' স্লোগান দিয়েছে। এই ঘটনার কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "তাদের পেটে কিছু আছে ? নাকি শুধুই তৃণমূলের 28 টাকার পাউচ প্যাক আছে?", সপ্তম দফার ভোটের শেষ লগ্নে এমনই মন্তব্য করলেন পদ্ম শিবিরের এই নেতা।

সপ্তম দফার ভোটে অশান্তি সবচেয়ে বেশি হয়ে বলে দাবি করলেন সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

শনিবার সকালে উত্তর কলকাতায় নিজের কেন্দ্রে ভোট দিতে যান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ তাঁকে দেখে কয়েকজন 'চোর চোর' স্লোগান দিতে থাকে ৷ সেই ঘটনার প্রেক্ষিতে এদিন বালুরঘাটের বিদায়ী সাংসদ বলেন, "যারা মিঠুন চক্রবর্তীকে চোর বলেছে, তাদের পেটে যদি তৃণমূলের 28 টাকার পাউচ প্যাক থাকে, তাহলে সেটা খেয়েই চোর বলেছে ৷ এরাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভগবান বলবে। "

সপ্তম তথা শেষ দফার ভোটে রাজ্যে 9টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে ৷ প্রতিটি দফাতেই কম বেশি হিংসার ঘটনা ঘটেছে রাজ্যজুড়ে ৷ শেষ দফায় আগের রাত থেকে অশান্তির ঘটনার খবর আসছে ৷ এদিন ডায়মন্ড হারবার, বসিরহাটের সন্দেশখালি, বরানগরে গণ্ডগোল হয়েছে ৷ এই প্রসঙ্গে সুকান্তর অভিযোগ, "সব দফার মধ্যে সবচেয়ে বেশি অশান্ত হয়েছে এই সপ্তম দফায়, বিশেষত ডায়মন্ড হারবারে পরিস্থিতি ভয়ঙ্কর ৷ তার সঙ্গে কলকাতা উত্তরে কিছু জায়গা এবং জয়নগর ও মথুরাপুরে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ৷ সব জায়গায় ভোট প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য যা যা করা দরকার, তৃণমূল আজ তাই করছে ৷"

পশ্চিমবঙ্গে 30টি আসনকে লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপি ৷ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে বলে আত্মবিশ্বাসী সুকান্ত ৷ তিনি বলেন, "উত্তর কলকাতায় এবার তাপস রায় জিততে চলেছেন ৷ রাজু নস্করের পায়ে নাক ঘষলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন না ৷ পদ্ম ফুটবে উত্তর কলকাতায় ৷ এবার বিজেপি ৩০ আসনের টার্গেট নিয়ে এগিয়েছে ৷ তৃণমূলের থেকে একটি আসনেও হলেও বেশি আসনে জিতবে বিজেপি ৷"

ডায়মন্ড হারবার লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে আটকে রাখা নিয়ে সুকান্ত বলেন, "আমাদের ডায়মন্ড হারবারের প্রার্থীকে একঘণ্টা আটকে রাখা হয়েছিল ৷ বিভিন্ন এলাকায় ঘুরতে দেওয়া হয়নি ৷ অভিষেক বন্দোপাধ্যায় ডায়মন্ড হারাবার মডেলের কথা বারবার বলেন। তিনি নাকি ভারতের এক নম্বর সাংসদ। সেই ডায়মন্ড হারবারে যদি এত কাজ করে থাকেন তাহলে তাঁর ভোটে এত ভয় কীসের ৷ কাজ করলে তাঁর তো এমনিতেই বিরাট ভোটে জয় পাওয়া উচিত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.