ETV Bharat / state

আগামী মাসে 3 দিনব্যাপী অবস্থানের ডাক বাস সংগঠনগুলির

author img

By

Published : Jan 24, 2020, 3:50 AM IST

আগামী মাসে 3 দিন ধরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিতে চলেছে রাজ্যের একাধিক বাস সংগঠন ৷ দাবি, ভাড়া বাড়াতে হবে ৷

private bus agitation
বাস সংগঠনগুলির বিক্ষোভ

কলকাতা , 24 জানুয়ারি : ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভে শামিল হতে চলেছে রাজ্যের একাধিক বাস সংগঠন । আগামী মাসে 3 দিন ধরে চলবে এই বিক্ষোভ কর্মসূচি । কেন্দ্রীয় সরকারের অনৈতিকভাবে ডিজ়েল ও পেট্রলের দাম বৃদ্ধি ও গাড়ির ইন্স্যুরেন্সের ক্ষেত্রে থার্ড পার্টি বিমা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া বৃদ্ধি করার দাবিতেই বিক্ষোভে যোগ দেবে সংগঠনগুলি ৷

সিটি সুবার্বান বাস সিন্ডিকেটর সভাপতি টিটু সাহা বলেন, " মোটর ভেহিকেলসের অনৈতিকভাবে ফি বৃদ্ধি ও ভাড়া বাড়ানোর দাবিতে 5, 6 ও 7 ফেব্রুয়ারি ধর্মতলার ওয়াই চ্যানেলে সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত চলবে বিক্ষোভ ।" রাজ্যের একাধিক বাস সংগঠন যেমন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, ইনট্রা ও ইন্টার রিজিয়ান বাস ওনারস অ্যাসোসিয়েশন, জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটরস অ্যাসোসিয়েশন ও ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপেইটর্স অ্যাসোসিয়েশন এই বিক্ষোভে শামিল হবে ।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায় বলেন, "2018 সালে শেষ বারের মতো বাসের ভাড়া 1 টাকা বেড়েছিল । তারপর কেন্দ্রীয় সরকার বারবার জ্বালানির দাম বাড়িয়েছে । তাই তারসঙ্গে সামঞ্জস্য রেখে যদি বাসের ভাড়া বাড়ানো না হয় , তাহলে বাস মালিকদের পক্ষে বাস চালানো অসম্ভব হয়ে পড়বে । "

Intro:কেন্দ্রীয় সরকারের অনৈতিকভাবে ডিজেল ও পেট্রোলের দাম বৃদ্ধি ও গাড়ির ইন্স্যুরেন্সের ক্ষেত্রে থার্ড পার্টি বীমা বৃদ্ধি সহ আরও কয়েক দফা দাবিতে একাধিক বাস সংগঠন আগামী মাসে 3 দিন ব্যাপী বিক্ষোভ অবস্থান কর্মসূচি গ্রহণ করতে চলেছে।


Body:সিটি সুবার্বান বাস সিন্ডিকেটর সভাপতি টিটু সাহা বলেন যে, "এই সাথে রয়েছে মোটর ভেহিকেলসের অনৈতিকভাবে ফিজ বৃদ্ধি ও ভাড়া বাড়ানো দাবিতে 5,6 ও 7 ফেব্রুয়ারি ধর্মতলার ওয়াই চ্যানেলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে।"

রাজ্যের একাধিক বাস সংগঠন - জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, ইনট্রা ও ইন্টার রিজিয়ান বাস ওনারস অ্যাসোসিয়েশন, জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেজ ওনার্স এন্ড অপারেটরস অ্যাসোসিয়েশন ও ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপেইটর্স এসোসিয়েশন এই বিক্ষোভে সামিল হবে।


Conclusion:জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায় বলেন যে, "2018 সালে শেষ বারের মত 1 টাকা ভাড়া বৃদ্ধি হয়েছিল বাসের। তারপর কেন্দ্র সরকার বারবার জ্বালানির দাম বাড়িয়েছে তাই তার সঙ্গে সামঞ্জস্য রেখে যদি বাসের ভাড়া বাড়ানো না হয় তাহলে বাস মালিকদের পক্ষে বাস চালানো অসম্ভব হয়ে পড়ছে।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.