ETV Bharat / state

Kolkata Medical College: মেডিক্যালে অচলাবস্থা, কলেজ কাউন্সিলের বৈঠকের মাঝেই বেরিয়ে গেলেন অধ্যক্ষ

author img

By

Published : Dec 16, 2022, 8:08 PM IST

Kolkata Medical College
মিটিংয়ের মাঝপথেই বেরিয়ে গেলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ

মিটিং ছেড়ে বেড়িয়ে গেলেন মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) অধ্যক্ষ ও সুপার ৷ অপমানিত হয়ে এদিন উত্তপ্ত পরিস্থিতির জেরেই নাকি তাঁরা মিটিং ছেড়ে বেরিয়ে যান ৷ যদিও এমনটা জানানো হয়েছে ছাত্র প্রতিনিধিদের তরফে ৷ একথা মানতে নারাজ পড়ুয়ারা ৷

কলকাতা, 16 ডিসেম্বর: কলকাতা মেডিক্যাল কলেজে পড়ুয়াদের (Students of Kolkata Medical College) নির্বাচনের দাবি ঘিরে শুক্রবার ফের কলেজ কাউন্সিল বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ-সহ কলেজ কাউন্সিলের সকল সদস্যরা ৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পড়ুয়ারাও। কিন্তু বৈঠকের মাঝে উত্তপ্ত বাক্য-বিনিময়ের কারণে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার-সহ কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানরা ৷ এমনটাই জানানো হয়েছে ছাত্র প্রতিনিধিদের তরফে ৷

অনুমান করা হয়েছিল এদিনের এই বৈঠক থেকে উঠে আসতে পারে কোনও রফাসূত্র। কিন্তু বাস্তবে তা অধরাই রইল ৷ দুপুর সাড়ে তিনটের সময় কলেজ কাউন্সিলের বৈঠক শুরু হয়। হাসপাতাল সূত্রে খবর, মিটিং চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময় হয় দু'পক্ষের মধ্যে। ছাত্র প্রতিনিধিদের তরফে বলা হয় অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কারণে অপমানিত হয়ে বৈঠক ত্যাগ করেছেন (Principal Leaves Meeting in Midway) প্রিন্সিপাল ও সুপার-সহ বাকি বিভাগীয় প্রধানরা।

আরও পড়ুন: অসুস্থ হয়ে পড়লেন মেডিক্যালের আরও এক অনশনরত পড়ুয়া

বৈঠক থামিয়ে মাঝপথেই থামিয়ে স্বাস্থ্যভবনের উদ্দেশে বেরিয়ে যান প্রিন্সিপাল (Principal of Kolkata Medical College) ও সুপার। পড়ুয়াদের তরফ থেকে জানানো হয়, "আমরা যখন তাঁদের সঙ্গে কথা বলি, তাঁরা জানিয়েছেন তাঁদের হাতে কিছু নেই। তাঁরা সরকারি চাকরি করছেন। ফলে কিছু করা সম্ভব নয়। দরকার হলে তাঁরা তাঁদের পদ থেকে রিজাইনও করতে পারেন।" এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন এক অনশনরত আন্দোলনকারী। তাঁকে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সি বিভাগে। সেখানে তাঁর বেশকিছু শারীরিক পরীক্ষা করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.