ETV Bharat / state

Primary Teachers Agitation বালিগঞ্জ ডিপিএসসিতে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

author img

By

Published : Aug 31, 2022, 8:09 PM IST

Etv Bharat
প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

ফের প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ৷ বুধবার বালিগঞ্জ ডিপিএসসির সামনে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালেন প্রাথমিক চাকরিপ্রার্থীরা(Primary Teachers Recruitment)৷

কলকাতা, 31 অগস্ট: অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে অনশন করেও এখনও চাকরি পাননি । তাই, দ্রুত নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ শুরু করলেন 2009 সালের প্রাথমিক চাকরিপ্রার্থীরা(primary job seekers shows agitation)। বুধবার সকাল থেকে বহু বঞ্চিত চাকরিপ্রার্থী বালিগঞ্জ ডিপিএসসির(Ballygunge dpsc)সামনে বিক্ষোভ দেখান । তাঁদের দাবি, অবিলম্বে প্যানেল প্রকাশ করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে । যতক্ষণ না তাঁদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন ৷ যদি পুলিশ লাঠি চার্জ করে তুলে দেওয়ার চেষ্টা করেন তাহলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ ও অনশন শুরু হবে ।

বিক্ষোভকারীদের অভিযোগ, 2009 সালে প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । যার লিখিত পরীক্ষা হয় 2010 এ । বাম আমলে এই পরীক্ষা হয় বলে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে নতুন করে ফের একই লিখিত পরীক্ষা নেওয়া হয় 2014 সালে । তারপর অন্য সব জেলায় নিয়োগ হলেও দক্ষিণ 24 পরগনার পরীক্ষার্থীরা এখনও চাকরি পাননি । সেই চাকরির দাবিতেই বুধবারের এই বিক্ষোভ(primary job seekers shows agitation in front on ballygunge dpsc) ৷

বালিগঞ্জ ডিপিএসসিতে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
বিক্ষোভকারীদের মধ্যে দেবাশিস বিশ্বাস বলেন, "আমাদের দ্রুত নিয়োগের দাবিতে এর আগে বহুবার প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য-সহ বর্তমান চেয়ারম্যানের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে । নিয়োগের ক্ষেত্রে যে যে দফতর কাজ করে প্রতিটি দফতরেই বহুবার চিঠি দিলেও তার কোনও সদুত্তর পাওয়া যায়নি । আমরা প্রায় সাড়ে চার হাজার চাকরিপ্রার্থী ইন্টারভিউ দিয়েছি । 1 হাজার 850 জনের বেশি চাকরিপ্রার্থীর নিয়োগ হওয়ার কথা । কিন্তু আজও নিয়োগ হয়নি । তাই আমরা ফের বিক্ষোভ শুরু করেছি । আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, প্যানেল প্রকাশ না করা পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাব । পুলিশ আমাদের গায়ের জোরে তুলে দিলে আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাব ।"আরও পড়ুন : যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও খালি হাজার হাজার পদ ! স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের সিদ্ধান্ত হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.