ETV Bharat / state

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গি প্রতিরোধ করতে ডিন অফ স্টুডেন্টসকে ডেপুটেশন SFI ইউনিটের

author img

By

Published : Nov 26, 2019, 11:46 PM IST

presidency
প্রেসিডেন্সি

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গার্লস ও বয়েজ় হস্টেলে ডেঙ্গিসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য ডিন অফ স্টুডেন্টস্ অরুণ কুমার মাইতিকে ডেপুটেশন দেয় প্রেসিডেন্সির SFI ইউনিট ৷

কলকাতা, ২৬ নভেম্বর : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গার্লস ও বয়েজ় হস্টেলে ডেঙ্গি সহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধ করতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য ডিন অফ স্টুডেন্টস্ অরুণ কুমার মাইতিকে ডেপুটেশন দেয় প্রেসিডেন্সির SFI ইউনিট ৷ এই প্রসঙ্গে অরুণ কুমার মাইতি বলেন,"গত 22 নভেম্বর থেকে কলকাতা পৌরনিগম প্রত্যেকদিন মেডিকেল ক্যাম্প করছে হিন্দু হস্টেলের মেইন গেটের বাইরে । কারও যদি মনে হয় জ্বর হয়েছে তাহলে সে ব্লাড টেস্ট করাতে সেখানে যেতে পারে। এই মুহূর্তে কারও কিছু নেই । আগে যে দু'একজনের ধরা পড়েছিল তাদের সঙ্গে সঙ্গেই সুপারিনটেনডেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল বা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন ৷"

হস্টেলে ডেঙ্গি ছড়ানোর বিষয়ে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের পড়ুয়া অনীক বৈদ্য বলেন, "গত এক মাস ধরেই ডেঙ্গিতে 13 জন, টাইফয়েডে 3 জন ও ভাইরাল ফিভারে বেশ কয়েকজন পড়ুয়া আক্রান্ত হয়েছে । আমরা বারবার বলেছিলাম, হস্টেলের যে জায়গাগুলোতে জঞ্জাল ও জল জমে আছে সেই জায়গাগুলো পরিষ্কার করার কথা । কর্তৃপক্ষ প্রথমদিকে কান দেয়নি । পরে আস্তে আস্তে যখন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তখন কর্তৃপক্ষ কান দেয় । এখন কর্তৃপক্ষ হস্টেল পরিষ্কার করছে এবং কর্পোরেশনকে বলে ব্লিচিং পাউডার ছড়ানোর ব্যবস্থা করেছে ৷"

অরুণ কুমার মাইতি জানান যে, কোনও রিপোর্ট পেলেই হস্টেলের সুপার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা করেন ৷ এছাড়াও প্রেসিডেন্সির নিয়ম অনুযায়ী মেডিকেল ফেসিলিটি দেওয়া হয় পড়ুয়াদের ৷ তবে পড়ুয়াদেরও সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে মশারি ব্যাবহার করা উচিত বলে মতামত প্রকাশ করেন তিনি ৷

Intro:কলকাতা, ২৬ নভেম্বর: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গার্লস ও বয়েজ হোস্টেল ছড়াচ্ছে ডেঙ্গু। গতকালই ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ দমন করার জন্য অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতিকে ডেপুটেশন দেয় প্রেসিডেন্সির SFI ইউনিট। কী কী পদক্ষেপ নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? আজ অরুণ কুমার মাইতি জানান, গত ২২ নভেম্বর থেকেই বয়েজ হস্টেলে প্রতিদিন মেডিক্যাল ক্যাম্প করছে কলকাতা পুরসভা। ক্যাম্পাস, হস্টেল সব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দেওয়া হচ্ছে মশা তাড়ানোর ধোঁয়া, ব্লিচিং পাউডার। তারপরেও যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমন ঘটনা সামনে আসে, তাহলে সেই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থাও করছে কর্তৃপক্ষ।Body:হস্টেলে ডেঙ্গু ছড়ানো নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের পড়ুয়া অনীক বৈদ্য বলেন, "গত ১ মাস ধরেই ডেঙ্গুতে ১৩ জন, টাইফয়েডে ৩ জন এবং ভাইরাল ফিভারে আরও কয়েকজন আক্রান্ত হয়েছে। আমরা বারবার বলছিলাম, হোস্টেলের যে জায়গাগুলোতে জঞ্জাল পড়ে আছে, জল জমে আছে সেই জায়গাগুলোকে পরিষ্কার করার কথা। কর্তৃপক্ষ প্রথমদিকে কান দেয়নি। পরে আস্তে আস্তে যখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তখন কর্তৃপক্ষ কান দিয়েছে। এখন পরিষ্কার হচ্ছে। কর্তৃপক্ষ হোস্টেল পরিষ্কার করছে এবং কর্পোরেশনকে বলে ব্লিচিং পাউডার ছড়ানোর ব্যবস্থা করেছে।"

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস জানাচ্ছেন, তাঁদের তরফ থেকে ডেঙ্গু প্রতিরোধে একাধিক সর্তকতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, "বয়েজ হস্টেলে গত ২২ নভেম্বর থেকে প্রত্যেকদিন মেডিক্যাল ক্যাম্প হচ্ছে। কলকাতা পুরসভা স্বতপ্রণোদিত হয়ে এই ক্যাম্প করছে হিন্দু হস্টেলের মেইন গেটের বাইরে। কারোর যদি মনে হয় তাঁর জ্বর হয়েছে তাহলে সে ব্লাড টেস্ট করানোর জন্য সেখানে দিতে পারে। এই মুহূর্তে কারোর কিছু নেই। আগে যে দু'একজনের ধরা পড়েছিল সঙ্গে সঙ্গেই সুপারিনটেনডেন্ট ওখান থেকে তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতাল বা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করেছেন। যখনই আমরা রিপোর্ট পাই সঙ্গে সঙ্গে হস্টেলের সুপার টেক কেয়ার করেন। হাসপাতালে নিয়ে যান। তা ছাড়া, হস্টেলের যে মেডিক্যাল ফেসালিটি দেওয়ার কথা তা প্রেসিডেন্সির নিয়ম অনুযায়ীই দেওয়া হচ্ছে।"

অরুণ কুমার মাইতি আরও বলেন, "জ্বর হলেই তো বলা যায় না ডেঙ্গু হয়েছে। হস্টেল নিয়মিত পরিষ্কার করা হয়। তারপরেও দু'একজনের হয়েছে‌। আমাদের লক্ষ্য হচ্ছে ক্যাম্পাস, হস্টেল পরিষ্কার রাখা। এটা আমাদের সকলেরই চেষ্টা। ক্যাম্পাসটা পরিষ্কার রাখা একটা কন্টিনিউয়াস প্রসেস। নোংরা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। ছেলেদেরকেও বলা হয়, তোমরা মশারি টাঙাও। বলছি না যে আর হবে না। কিন্তু, সমস্ত রকম সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে রাখা উচিত। ওরাও নিশ্চয়ই করে। তারপরেও দু'একটা ঘটনা তো হয়েছে। আমি চাইব, আমার ক্যাম্পাসে এই রকম ঘটনা যাতে না ঘটে। চেষ্টা করছি সবরকমভাবে। তারপরও যদি কখনও কিছু ঘটে থাকে, সেটা ঠিক নয়। কিন্তু, ঘটলে সঙ্গে সঙ্গে টেক কেয়ার করা হয়।"
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.