ETV Bharat / state

Post Poll Violence: নিহত বিজেপি কর্মীর ডিএনএ রিপোর্ট হাইকোর্টের কাছে চাইল সিবিআই

author img

By

Published : Aug 31, 2021, 6:37 PM IST

Post Poll Violence: cbi moved to calcutta high court, asked abhijit sarkar's post mortem and dna report
নিহত বিজেপি কর্মীর ডিএনএ রিপোর্ট হাইকোর্টের কাছে চাইল সিবিআই

ভোট-পরবর্তী হিংসায় (Post Poll Violence) নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহের পোস্টমর্টেম (Post Mortem) রিপোর্ট আদালতের কাছে চেয়েছে সিবিআই (CBI) ৷ চাওয়া হয়েছে ডিএনএ রিপোর্টও (DNA)৷

কলকাতা, 31 অগস্ট: ভোট-পরবর্তী হিংসায় (Post Poll Violence) নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহের ময়নাতদন্তের (Post Mortem) রিপোর্ট ও ডিএনএ (DNA) রিপোর্ট আদালতের থেকে চাইল সিবিআই (CBI)। সিবিআইয়ের ডিএসপি ব়্যাঙ্কের অফিসার আজ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে দেখা করেন এবং একটি লিখিত আবেদন দাখিল করেন । আদালতের নির্দেশে বেলেঘাটার নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পোস্টমর্টেম ও ডিএনএ পরীক্ষা করা হয়েছিল, সেই সমস্ত রিপোর্ট চেয়ে আজ আবেদন পেশ করেছে সিবিআই ।

আরও পড়ুন: University of Calcutta Result : কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকেও 100 শতাংশ পাশ

26 জুলাই ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহের ডিএনএ টেস্টের রিপোর্ট জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে । 13 জুলাই ভোট-পরবর্তী হিংসার মামলায় পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছিল । সিএফএসএল কর্তৃপক্ষ বন্ধ খামে সেই রিপোর্ট জমা দিয়েছিল আদালতে ।

আরও পড়ুন: COVID POSTMORTEM : মৃত শুভ্রজিৎ করোনা আক্রান্ত ছিল না, উল্লেখ আরটি-পিসিআর রিপোর্টে

উল্লেখ্য, অভিজিৎ সরকারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হলেও তাঁর ভাই দেহ শনাক্ত করতে পারেননি । সেই জন্যই ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয় আদালত । ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নিহত হয়েছিলেন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.