ETV Bharat / state

Modi-Mamata : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে ফোন মোদির

author img

By

Published : Aug 4, 2021, 12:57 PM IST

Updated : Aug 4, 2021, 1:51 PM IST

আজ রাজ্যের বন্যা পরিস্থিতির বিষয়ে বিশদে জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি ৷

Narendra Modi phone to Mamata Banerjee
রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে মমতাকে ফোন মোদির

নয়াদিল্লি, 4 অগস্ট : জলমগ্ন রাজ্যের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকার ৷ ক্ষতিগ্রস্ত হাওড়া, হুগলি ৷ বন্যার কবলে কয়েক হাজার মানুষ ৷ আজ রাজ্যের বন্যা পরিস্থিতির বিষয়ে বিশদে জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ খোঁজখবর নেন বন্যা কবলিত এলাকার বিষয়ে ৷ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি ৷ শুধু হাওড়া-হুগলি নয় বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ আরও বেশ কয়েকটি জেলা ৷ প্রধানমন্ত্রী খোঁজ খবর নেন ওই সমস্ত জেলাগুলির বন্যা পরিস্থিতির বিষয়ে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়ার বিষয়ে অভিযোগ জানান ৷ এই বন্যাকে কার্যত 'ম্যান মেড' বলেও উল্লেখ করেন তিনি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, " ডিভিসি রাজ্যকে না জানিয়েই জল ছেড়েছে ৷ তার উপর প্রবল বর্ষণের জন্যই রাজ্যে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ " একইভাবে মুখ্যমন্ত্রী নিজেও যে গোটা বিষয়ে উদ্বিগ্ন তাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: ধর্ষণ করে খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের পাশে রাহুল

এই অবস্থায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন এই প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতিতে রাজ্যের পাশেই আছে কেন্দ্র। প্রয়োজনে সব ধরনের সাহায্য করবে কেন্দ্রীয় সরকার । মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, " আমি ইতিমধ্যেই উপদ্রুত এলাকা পরিদর্শনে বেরিয়েছি । হাওড়া এবং হুগলির বন্যা কবলিত বিস্তীর্ণ অঞ্চল ঘুরে দেখব ৷ সাধারণ মানুষের সঙ্গে কথা বলব ৷ একইসঙ্গে ত্রাণকার্য পর্যালোচনা করব । এরপর নবান্নে ফিরে এসে সামগ্রিক রিপোর্ট প্রধানমন্ত্রীর দফতরে পাঠাব ।" একইসঙ্গে এই সংকটে রাজ্যবাসীর পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Last Updated :Aug 4, 2021, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.