ETV Bharat / state

Rubella Vaccination in WB: রাজ্যে রুবেলা টিকাকরণে অবহেলার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা

author img

By

Published : Feb 13, 2023, 10:15 PM IST

ETV Bharat
রুবেলা টিকাকরণ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

রাজ্যে শুরু হয়েছে হাম ও রুবেলার টিকাকরণ কর্মসূচি ৷ এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে রাজ্য সরকার ঠিকমতো প্রচার করছে না, এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (PIL in Calcutta HC)

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রুবেলা টিকাকরণে বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ও অন্যান্য ব্যাপারে জনসচেতনতামূলক প্রচার করা হচ্ছে না, এই অভিযোগ তুলে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ অভিযোগ, হাম ও রুবেলার টিকা এই রাজ্যে জোর করে দেওয়া হচ্ছে । বাচ্চাদের পরিবারকে না জানিয়ে জোর করে স্কুল থেকে টিকা দিয়ে দেওয়া হয়েছে । অথচ কোনওরকম জনসচেতনতামূলক প্রচার করা হচ্ছে না ।

এই টিকা নেওয়ার ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা উল্লেখ করে প্রচার করা সরকারের দায়িত্ব, কিন্তু তা করা হচ্ছে না ৷ এই অভিযোগ তুলে হাইকোর্টে এই মামলাটি করেছেন অমিত দত্ত নামে এক ব্যাক্তি । যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় 90 শতাংশ এবং কলকাতায় 50 শতাংশ টিকাপ্রদান হয়ে গিয়েছে । কোনও পড়ুয়াকে জোর করে টিকা দেওয়া হচ্ছে না । ন্যাশানাল হেলথ মিশনের অধীনে এই টিকাকরণ হচ্ছে । যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন জন্ম সার্টিফিকেট, আধারকার্ড রয়েছে তাদেরই দেওয়া হচ্ছে ।

মামলাকারীর দাবি, এই টিকাকরণের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে রাজ্য সতর্ক বলা হলেও যথাযথ প্রচার করা হচ্ছে না । ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন । হাওড়ার একটি স্কুলে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে জোর করে তার পরিবারের সন্মতি না নিয়ে টিকা দেওয়া হয়েছে বলেও এই আবেদনে উল্লেখ করেছেন মামলাকারী । ওই ছাত্রীকে এখন স্কুলে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ (plea against rubella vaccination) ।

আরও পড়ুন: মৃত্যুর পর এবার অসুস্থ এক পড়ুয়া, রুবেলার টিকা নিয়ে চাঞ্চল্য শিলিগুড়িতে

এই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ 27 ফেব্রুয়ারি মামলাকারীকে বক্তব্যের স্বপক্ষে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন । উল্লেখ্য, হাম, রুবেলার টিকা নেওয়ার পর মাথাঘোরা, শারীরিক অস্বস্তি, ত্বকে র‍্যাশ, জ্বর, খিচুনি, জ্ঞান হারানোর মত ঘটনা ঘটেছে । কিছুক্ষেত্রে স্টিভেন জনসন সিনড্রোম দেখা দিচ্ছে যা ফ্লুর মত উপসর্গ হচ্ছে । তবে রাজ্যের দাবি, এই বিষয়ে স্বাস্থ্য দফতর সচেতন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.