ETV Bharat / state

PIL against school reopening : স্কুলগুলিতে কেন 100 শতাংশ উপস্থিতির নির্দেশ ? জনস্বার্থ মামলা হাইকোর্টে

author img

By

Published : Feb 4, 2022, 5:15 PM IST

Updated : Feb 4, 2022, 6:32 PM IST

PIL against school reopening
PIL against school reopening

সরকারি স্কুলে পঠনপাঠনের পাশাপাশি ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থার দাবি করেছে মামলাকারী (pil filed in calcutta high court against school reopening) ৷

কলকাতা 4 ফেব্রুয়ারি : অষ্টম শ্রেণি থেকে স্কুলে এসে পঠনপাঠনে অনুমতি দিয়েছে রাজ্য সরকার ৷ সেইমতো 3 ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত স্কুলে শুরু হয়েছে পঠনপাঠন ৷ এর পাশাপাশি স্কুলগুলিতে 100 শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করেছে সরকার ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (pil filed in calcutta high court against school reopening) ৷ মামলাকারীর বক্তব্য, 15 বছরের নিচে যাদের বয়স তাদের এখনও টিকাকরণ হয়নি ৷ এই পরিস্থিতিতে একশো শতাংশ উপস্থিতির নির্দেশ নিয়ে প্রশ্ন উঠছে ৷

মামলাকারী হলেন গৌরব পুরকায়স্থ নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের অভিভাবক ৷ তাঁর বক্তব্য, অষ্টম শ্রেণির পড়ুয়াদের মধ্যে বেশিরভাগেরই বয়স 15 বছরের কম ৷ তাঁর ছেলেরও বয়স 15 বছরের নিচে ৷ স্বাভাবিকভাবেই টিকা প্রাপকদের আওতায় তারা নেই ৷ করোনা টিকা ছাড়াই স্কুলে যাওয়াটা অবশ্যই ঝুঁকিপূর্ণ ৷ তাই কেন 100 শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে ? সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়ের করার অনুমতি দেন ।

আরও পড়ুন : Delhi Schools-Gyms to reopen On Monday: সোমবার থেকে দিল্লিতে খুলছে স্কুল-কলেজ-জিম, তবে নাইট কার্ফু বহাল

মামলাকারীর দাবি, স্কুলগুলোতে একশো শতাংশ হাজিরা বাধ্যতামূলক না করে বরং হাইব্রিড মোডে স্কুল করা যেতে পারে । স্কুলে বসে পঠনপাঠন চলুক ৷ এর পাশাপাশি ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থাও হোক ৷ অষ্টম শ্রেণির যেসব ছাত্রছাত্রীদের বয়স 15 বছরের নিচে তাদের ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে পড়াশোনা চালানো হোক ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামী সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

এই বিষয়ে মামলাকারীর তরফে আইনজীবী ঋজু ঘোষাল বলন, "করোনা পরিস্থিতিতে যখন স্কুল বন্ধ ছিল তখন সরকারি স্কুলগুলিতেও অনলাইনে ক্লাস হচ্ছিল ৷ তাহলে এখন স্কুলে আসাটাই কেন বাধ্যতামূলক করা হচ্ছে ? স্কুলগুলোতে যদি ভার্চুয়াল পড়াশোনা ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা বাড়ি থেকেই ক্লাসে অংশ নিতে পারবে ।"
এই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই থাকবে নজর ।

Last Updated :Feb 4, 2022, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.