ETV Bharat / state

Metro Dairy Case : বিক্ষোভের জের ! মেট্রো ডেয়ারির শুনানিতে কোর্ট চত্বরেই এলেন না চিদাম্বরম

author img

By

Published : May 5, 2022, 10:07 PM IST

Metro Dairy Case
Metro Dairy Case

বুধবারের অপ্রীতিকর ঘটনার পর বৃহস্পতিবার হাইকোর্ট চত্বরের ধার মাড়ালেন না চিদাম্বরম ৷ শুনানি সারলেন ভার্চুয়াল মাধ্যমে ৷

কলকাতা, 5 মে : সোজা বাংলায় বলতে গেলে, রীতিমতো তাড়া খেয়েছিলেন তিনি ৷ বুধবার কলকাতায় মেট্রো ডেয়ারি মামলার শুনানি শেষে আদালত থেকে বেরোনোর সময় চরম হেনস্থার মুখে পড়তে হয় পি চিদাম্বরমকে ৷ প্রাক্তন অর্থমন্ত্রীকে হাইকোর্ট চত্বরে ঘিরে ধরেন কংগ্রেসপন্থী আইনজীবীরা ৷ তাঁর নিজের দলেরই আইনজীবীরা 'গো ব্যাক' স্লোগান তোলেন ৷ এমনকী এক মহিলা আইনজীবী তাঁকে 'মমতার দালাল' বলে কটাক্ষ করেন ৷ বুধবারের সেই অপ্রীতিকর ঘটনার পর বৃহস্পতিবার হাইকোর্ট চত্বরের ধার মাড়ালেন না চিদাম্বরম ৷ শুনানি সারলেন ভার্চুয়াল মাধ্যমে ৷

মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্সের হয়ে সওয়াল করতে বুধবার কলকাতা আসেন পি চিদাম্বরম ৷ শুনানি শেষে হাইকোর্টের বি গেট থেকে বেরোনোর সময় কৌস্তভ বাগচি ও সুমিত্রা নিয়োগী নামে দুই আইনজীবী তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন ৷ মহিলা আইনজীবী তাঁর কোর্ট খুলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দিকে এগিয়ে গিয়ে স্লোগান দিতে থাকেন ৷ আইনজীবী চিৎকার করে বলেন, "আপনার মত লোক দলে থাকার জন্যই কংগ্রেসের আজ এই পরিস্থিতি । আপনি এসেছেন মমতার হয়ে আদালতে সওয়াল করতে ৷"

প্রসঙ্গত, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ 2018 সালে কলকাতা হাইকোর্টে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে মামলা করেন তিনি ৷ অধীরের অভিযোগ, মেট্রো ডেয়ারির 47 শতাংশ শেয়ার কেভেন্টার্স গ্রুপকে মাত্র 85 কোটি টাকায় বিক্রি করে রাজ্য সরকার । এতে অন্তত 500 কোটি টাকা রাজ্যের সম্পত্তি ক্ষতি হয়েছে বলেই দাবি তাঁর । এছাড়া নিয়ম অনুযায়ী শেয়ার বিক্রির আগে ক্রেতাদের জানানোর জন্য সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় । অধীরের অভিযোগ, চুপিসারে এই কাজের জন্য মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির ব্যাপারে শুধুমাত্র বাংলায় বর্তমান এবং ইংরেজিতে স্টেটসম্যান কাগজে বিজ্ঞপ্তি দেওয়া হয় ৷

বিক্ষোভের জের ! মেট্রো ডেয়ারির শুনানিতে কোর্ট চত্বরেই এলেন না চিদাম্বরম

আরও পড়ুন : Metro Dairy Case in Calcutta High Court : কলকাতা হাইকোর্ট চত্বরে পি চিদাম্বরমকে গো-ব্যাক স্লোগান মহিলা আইনজীবী'র

আজ মামলার শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পি চিদাম্বরম ৷ অধীর রঞ্জন চৌধুরীর তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, " 2017 সালের মে মাসে যে বিজ্ঞপ্তি দেওয়া হয় সেটা কোনও বড় ইকনমিক কাগজে দেওয়া হয়নি । পাশাপাশি 10 লক্ষ টাকার বণ্ড জমা করার নির্দেশ দেওয়া হয় । রাজ্যের মনোভাবটাই ছিল যাতে কোনও সংস্থা এই শেয়ার বিক্রির প্রক্রিয়ায় না অংশগ্রহণ করে ।" আজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ কেভেন্টার্স সংস্থাকে শেয়ার সংক্রান্ত নথি আদালতকে আগামী 16 মে-র মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে ।

এদিকে আজ ফের 'পি চিদাম্বরম গো ব্যাক' স্লোগান দিয়ে হাইকোর্টের বাইরে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের একদল সমর্থক । তাতে যোগ দেন বেশ কয়েকজন আইনজীবীও । তৃণমূল কংগ্রেসের দালাল 'পি চিদাম্বরম' বাংলা থেকে দূর হটো বলেও স্লোগান দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.