ETV Bharat / state

WB Education: রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে ইউনেস্কোর অধীনস্থ সংস্থা

author img

By

Published : Mar 8, 2023, 5:02 PM IST

Etv Bharat
Etv Bharat

রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কোর অধীনস্থ সংস্থা 'ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং'। এক্ষেত্রে রাজ্যের সঙ্গে একটি মউ (MoU) সাক্ষর করতে চাইছে তারা । শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতির মাঝে যা খানিক অক্সিজেন যোগাচ্ছে সরকারকে (Organization affiliated to UNESCO may be associated with the WB Education System) ।

কলকাতা, 8 মার্চ: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তে জেরবার রাজ্য । গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কারা অন্তরালে রয়েছেন । তৎকালীন শিক্ষা দফতরের বেশ কয়েকজন আধিকারিকেরও ঠিকানাও এই মুহূর্তে আলিপুর সংশোধনাগার । তারমধ্যেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চাইছে ইউনেস্কোর একটি সংস্থা । যা খানিত স্বস্তি দিচ্ছে রাজ্যকে । কারণ শেষ পর্যন্ত ইউনেস্কোর কোনও সংস্থা রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হলে তা রাজ্য সরকারকে বাড়তি অক্সিজেন যোগাবে (Organization affiliated to UNESCO may be associated with the WB Education System) ।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ইউনেস্কোর অধীনস্থ সংস্থা 'ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং' নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছে, তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় । একইভাবে রাজ্য সরকারের তরফ থেকেও মমতা বন্দোপাধ্যায় এই চিঠির প্রাপ্তি স্বীকার করে চিঠি দিয়েছেন ইউনেস্কোকে ।

যতদূর জানা যাচ্ছে চলতি সপ্তাহেই রাজ্যের আধিকারিকদের সঙ্গে ইউনেস্কোর প্রতিনিধিদের একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে । ইউনেস্কোর এই সংস্থা দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার প্রসারে কাজ করে থাকে । শিক্ষা দফতর সূত্রে খবর, শিক্ষাক্ষেত্রে একাধিক প্রকল্প নিয়েছে সরকার । ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চেয়ে চিঠি দিয়েছে ওই সংস্থা । এক্ষেত্রে রাজ্যের সঙ্গে একটি মউ (MoU) সাক্ষর করতে চাইছে তারা ।

আরও পড়ুন: তৃণমূল জমানায় বাংলায় ব্রাত্য শিক্ষা ! তোপ সুজনের

ইতিমধ্যেই ইউনেস্কো রাজ্যের দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে । এবার ইউনেস্কোর এই সংস্থার রাজ্যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । যতদূর জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বুনিয়াদি শিক্ষায় ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই দেওয়ার সিদ্ধান্ত, ছাত্র-ছাত্রীদের ট্যাব দেওয়ার মতো পদক্ষেপ এই সংস্থাকে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে আগ্রহ যুগিয়েছে । তা দেখেই সংস্থাটি চিঠি দিয়ে জানিয়েছে, তারা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বুনিয়াদি শিক্ষা, বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় । জানা গিয়েছে, এই চিঠি পাওয়ার পর তৎক্ষণাৎ নবান্নের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে । এখনও পর্যন্ত খবর, চলতি সপ্তাহে বৈঠকের পরেই কোন ক্ষেত্রে ইউনেস্কো যুক্ত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.