ETV Bharat / state

মেয়র পারিষদের সঙ্গে কথা বলতে বলতেই মৃত্যু বৃদ্ধার

author img

By

Published : Dec 4, 2019, 1:27 AM IST

Updated : Dec 4, 2019, 5:33 AM IST

বয়স হয়ে গেলেও দেখে না কেউ । মেয়র পারিষদ দেবাশিস কুমারের কাছে এই অভিযোগ জানাতে জানাতেই মৃত্যু হল এক বৃদ্ধার ।

old women died
মৃত্যু বৃদ্ধার

কলকাতা, 4 ডিসেম্বর : বাড়ি হাতাতে অত্যাচার করে মেয়েরা । বয়স হয়ে গেলেও দেখে না কেউ । মেয়র পারিষদ দেবাশিস কুমারের কাছে এই অভিযোগ জানাতে জানাতেই মৃত্যু হল এক বৃদ্ধার । নাম সরস্বতী দাস । তিনি কলকাতা পৌরনিগমের 85 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন ।

স্বামী মারা গেছে 14 বছর আগে । লোকের বাড়ি কাজ করে কোনওরকমেব বড় করেছেন মেয়েদের । বয়সের ভারে কিছুদিন হল কাজ করতে পারেন না আর । জমানো কিছু টাকা দিয়েই পেট আর ওষুধ চলে কোনওমতে । সম্বল বলতে বাড়িটুকুই । কিন্তু তাতে নজর পড়ে মেয়েদের । বাড়ি হাতাতে শুরু হয় অত্যাচার । ব্যাঙ্কে রাখা 20 হাজার টাকারও দাবি করে বসে তারা । আজ তাঁর দিদিকে বলো কর্মসূচিতে বৃদ্ধার বাড়িতে এলে 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ দেবাশিস কুমারকে এই বিষয়ে অভিযোগ জানান তিনি । কথা বলতে বলতে "দেখুন এই আপনার সঙ্গে কথা বলছি..." বলেই খাটে পড়ে যান । পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

মৃত্যুর আগে মেয়র পারিষদ বৃদ্ধার কথা অনুযায়ী আশ্বাস দেন, "যে মেয়ে আপনাকে দেখবে তাকেই বাড়ি দেবেন, আপনাকে ভয় পেতে হবে না । কিছু হলে আমাকে জানাবেন ।"

দেখুন কথা বলতে বলতে কীভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধা
Intro:গতকাল দেবাশীষ কুমার দিদিকে বল কর্মসূচি পালন করতে যান নিজের এলাকায় বিভিন্ন বাড়িতে। সেই সময় এক বৃদ্ধার বাড়িতে গিয়ে তিনি দেখা করেন। বৃদ্ধা নিজের অভাব অভিযোগের কথা জানান দেবাশীষ কুমারের কাছে। সেই সময় হঠাৎ কথা বলতে বলতে মৃত্যু হয় ওই মহিলার।

বৃদ্ধা দেবাশীষ কুমারকে জানান তিনি ছোট মেয়ের কাছে রয়েছেন। তার বাকি সন্তানরা তাঁর দায়িত্ব নিতে চাইছেন না। বরং তার কাছে বিভিন্ন সময় টাকা দাবি করে। এবং তাকে এই বাড়ি থেকে উচ্ছেদ করার কথা নিজের মুখে জানিয়েছেন মেয়র পারিষদ দেবাশীষ কুমারের কাছে।দেবাশীষ কুমার আশ্বাস দেন তিনি ওই বাড়িতেই থাকবেন। বৃদ্ধাকে কোনমতে উচ্ছেদ করা যাবে না। বৃদ্ধা ও দেবাশীষ কথোপকথন চলাকালীনই হঠাৎই মৃত্যু হয় সেই বৃদ্ধার।Body:দেবাশীষ কুমার 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দিদিকে বল কর্মসূচি পালন করতেই নিজের এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে স্থানীয়দের সঙ্গে দেখা করছিলেন।

Conclusion:
Last Updated :Dec 4, 2019, 5:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.