ETV Bharat / state

সম্পত্তি লিখে দিতে চাপ প্রতিবেশীর ? আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির

author img

By

Published : Jul 31, 2019, 3:58 AM IST

বাড়ির প্রায় সবটাই অভাবে বিক্রি করে দিয়েছেন । চিলেকোঠায় কোনওমতে থাকেন । অভিযোগ, সেটা লিখিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে এক প্রতিবেশী । মানসিক চাপের জেরে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির ।

ছবিটি প্রতীকী

কলকাতা, ৩১ জুলাই : মাথা গোঁজার ঠাঁই বলতে ছিল চিলেকোটা । সেটুকুও এক প্রতিবেশী লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল বলে অভিযোগ । সেই সূত্রে তৈরি হয়েছিল মানসিক চাপ । যার জেরে আত্মহত্যা চেষ্টা করলেন এক বৃদ্ধ দম্পতি । তাঁদের উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই আপাতত তাঁরা চিকিৎসাধীন ।

বেহালা পর্ণশ্রীর উপেন্দ্র ব্যানার্জি রোডের চারতলা বাড়ি P-251/2 । একটা সময় পুরো বাড়ির মালিক ছিলেন রাজেশ্বর মজুমদার । সেখানেই থাকেন স্ত্রী শ্যামলীর সঙ্গে । নিঃসন্তান এই দম্পতি অভাবের কারণে বাড়ির নিচের তিনটি তলাই বিক্রি করে দেন । তারপর তাঁদের ঠাঁই হয় বাড়িটির চিলেকোঠায় । সম্প্রতি তাঁদের আর্থিক অনটন বাড়ছিল । তা নিয়ে তৈরি হয়েছিল মানসিক অবসাদ । অভিযোগ, এরই মাঝে এক প্রতিবেশী তাঁদের চিলেকোঠার ঘরটুকুও লিখে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে ।

মানসিক অবসাদ আর চাপের কারণে গতকাল ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই দম্পতি । স্থানীয়রা জানতে পেরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাঁদের । হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাজেশ্বরবাবুকে বলতে শোনা যায়, তাঁরা যে অংশে থাকেন তা লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন এক প্রতিবেশী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এক প্রতিবেশী এস পি ভুঁইঞা বলেন, গতকাল সকালে পরিচারিকা এসে দু'জনকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন । ওই পরিচারিকা তাঁকে এসে বিষয়টি জানান । এরপর তিনি পর্ণশ্রী থানায় খবর দিলে পুলিশ এসে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে । তবে, ঠিক কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা জানেন না বলে এস পি ভুঁইঞা মন্তব্য করেন ।

Intro:কলকাতা, ৩০ জুলাই: মাথা গোঁজার ঠাঁই বলতে ছিল চিলেকোটা। সেটুকুও এক প্রতিবেশী লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল বলে অভিযোগ। সেই সূত্রে তৈরি হয়েছিল মানসিক চাপ। তার জেরে আত্মহত্যা চেষ্টা করলেন এক বৃদ্ধ দম্পতি। তাদের উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত তারা চিকিৎসাধীন।Body:বেহালা পর্ণশ্রীর P-251/2 উপেন্দ্র ব্যানার্জি রোডে চারতলা বাড়ি। একটা সময় পুরো বাড়ির মালিক ছিলেন রাজেশ্বর মজুমদার। সেখানেই থাকতেন স্ত্রী শ্যামলীর সঙ্গে। নিঃসন্তান ছিল ওই দম্পতি। অভাবের কারণে বাড়ির নীচের তিনটি তলাই বিক্রি করে দেন রাজেশ্বর। তারপর ওই দম্পতির ঠাঁই হয় চিলেকোঠায়। সম্প্রতি তাদের আর্থিক অনটন বাড়ছিল। তা নিয়ে তৈরি হয়েছিল মানসিক অবসাদ। অভিযোগ,এরই মাঝে এক প্রতিবেশী তাদের চিলেকোঠার ঘরটুকুও লিখে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে।
Conclusion:মানসিক অবসাদ আর চাপের কারণে আজ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই দম্পতি। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাদের। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাজেশ্বরবাবুকে বলতে শোনা যায়, তাঁরা যে অংশে থাকেন তা লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন এক প্রতিবেশী বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.