ETV Bharat / state

NRS Hospital Cancer App: মুঠোফোনেই মিলবে ক্যানসার রোগীর সংখ্যা, নয়া অ্যাপ আনছে এনআরএস

author img

By

Published : Nov 28, 2022, 2:41 PM IST

এ বার মুঠোফোনেই (NRS Hospital Cancer App) পাওয়া যাবে ক্যানসার রোগীর সংখ্যা (APP for Cancer Patients)৷ নয়া অ্যাপ আনছে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (NRS hospital)৷

nrs-hospital-to-launch-app-to-get-detailed-information-about-cancer-patients
মুঠোফোনেই মিলবে ক্যানসার রোগীর সংখ্যা, নয়া অ্যাপ আনছে এনআরএস

কলকাতা, 28 নভেম্বর: মুঠোফোনেই মিলবে ক্যানসার আক্রান্তের সংখ্যা (APP for Cancer Patients)। অভিনব উদ্যোগ নিল রাজ্যের স্বাস্থ্য দফতর । রাজ্যের সমস্ত ক্যানসার আক্রান্ত রোগীদের একছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা করেছে রাজ্যের স্বাস্থ্যভবন । নতুন এই অ্যাপের দায়িত্বে রয়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (NRS hospital)। রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামোতে এটাই প্রথম মোবাইল অ্যাপ (NRS Hospital Cancer App)।

ক্যানসার রোগের চিকিৎসার পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে খরচ দেখেও পিছিয়ে আসেন বহু মানুষ । তখনই ভিড় বাড়ে সরকারি হাসপাতালগুলিতে । সেজন্যই নতুন ও অভিনব ভাবনা নিয়ে এগিয়ে এল রাজ্যের স্বাস্থ্যভবন । বাংলার চিকিৎসা বিজ্ঞানে আসতে চলেছে নয়া এক অ্যাপ । এই অ্যাপের দায়িত্বে রয়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগ । রাজ্যের সমস্ত ক্যানসার আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে । সরকারি এবং বেসরকারি হাসপাতাল নির্বিশেষে তথ্য মিলবে এই অ্যাপ থেকে । ক্যানসার রোগীরা সেই অ্যাপে তাঁদের নিজেদের তথ্য তুলে ধরতে পারবেন । ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য এটি এক অনন্য ভাবনা বলে মত বিশেষজ্ঞদের ।

রাজ্যে সব ক্যানসার আক্রান্ত রোগীকে একছাতার তলায় আনাই স্বাস্থ্য দফতরের মূল লক্ষ্য । তাতে জেলাভিত্তিক একটি ডেটা ব্যাংক তৈরি করা যাবে । এর ফলে রাজ্যের কোনও প্রান্তে কতজন ক্যানসার আক্রান্ত রয়েছেন, তার হিসেব মিলবে অতি সহজে । পাশাপাশি কোন এলাকায় কোন ধরনের ক্যানসার আক্রান্ত রোগী বেশি, সেই তথ্যও পাওয়া যাবে । সেই মতো প্রচার ও সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য আধিকারিককেও সতর্ক করা যাবে ।

আরও পড়ুন: ক্যানসার দিবসে 'দুয়ারে উপশম চিকিৎসা' পরিষেবা নিয়ে হাজির শহরের হাসপাতাল

এই বিষয়ে এনআরএস-এর অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তী জানান, "গোটা পশ্চিমবঙ্গে ক্যানসার আক্রান্ত রোগীরা ওই অ্যাপের মাধ্যমে নিজেদের তথ্য তুলে ধরতে পারবেন । কোনও এলাকায় কী রকম ক্যানসার আক্রান্ত রোগীদের দেখা যাচ্ছে, এর একটা ডেটা তৈরি হলে চিকিৎসা ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে ।"

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই কাজ অনেকটাই এগিয়েছে । আগামী বছরেই আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা সরকারি এই অ্যাপের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.