ETV Bharat / state

NIA arrests Two Explosives Suppliers: বিস্ফোরক সরবরাহের অভিযোগে এনআইএ-র জালে দু’জন

author img

By

Published : Apr 1, 2023, 5:47 PM IST

NIA arrests Two Explosives Suppliers
NIA arrests Two Explosives Suppliers

বিস্ফোরক, ডিনোটের সরবরাহের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল এনআইএ ৷ রানিগঞ্জ ও কলকাতা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ-র তরফে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি, 1 এপ্রিল: বিস্ফোরক ও ডিটোনেটর সরবরাহ করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল এনআইএ ৷ শনিবার এনআইএ-র তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ তারা জানিয়েছে, ধৃতদের নাম মেরাজুদ্দিন আলি খান ও মীর মহম্মদ নুরুজ্জামান ৷ শুক্রবার তল্লাশি অভিযানে তাদের গ্রেফতার করা হয় ৷

মেরাজুদ্দিন আলি খানের বাড়ি বোকারোতে ৷ আর মীর মহম্মদ নুরুজ্জামান থাকেন বীরভূমে ৷ গত বছর দায়ের করা একটি অভিযোগের তদন্তেই তাদের গ্রেফতার করা হয় ৷ একজনকে গ্রেফতার করা হয়েছে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থেকে ৷ দ্বিতীয়জনকে গ্রেফতার করা হয়েছে কলকাতা থেকে ৷

এনআইএ-র তরফে জানা দিয়েছে, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স 2022 সালের জুন মাসে একটি এসইউভি বাজেয়াপ্ত করে ৷ সেই গাড়ি থেকে 81 হাজার ইলেকট্রিক ডিটোনেটর উদ্ধার হয় ৷ পাচারের উদ্দেশ্যেই সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর পেয়েছিল পুলিশ ৷ সেই সূত্রেই এসটিএফের তরফে অভিযান চালিয়ে ওই গাড়িটিকে ধরা হয় ৷

সেই সময় গাড়ির চালক আশিস কেওরাকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁকে জেরা করে বিপুল পরিমাণ বিস্ফোরকের সন্ধান পায় এসটিএফ ৷ উদ্ধার হয় 27 হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, 1 হাজার 625 কেজি জিলেটিন স্টিক এবং আরও 2 হাজার 325 কেজি ইলেকট্রিক ডিটোনেটর ৷

প্রথমে এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল বীরভূমের মহম্মদবাজার থানায় ৷ পরে গত বছর সেপ্টেম্বরে মামলাটি এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির হাতে চলে যায় ৷ তার পর থেকে তারাই এই নিয়ে তদন্ত করছে ৷ সেই তদন্তেই এই দুই অভিযুক্তের নাম উঠে আসে ৷ এনআইএ জানিয়েছে, নুরুজ্জামান 27 হাজার কেজি অ্যামেনিয়াম নাইট্রেট রিন্টু শেখ নামে একজনকে সরবরাহ করেছিলেন ৷ অন্যদিকে মেরাজুদ্দিন রিন্টুকে ইলেকট্রিক ডিটোনেটর ও জিলেটিন স্টিক দিয়েছিলেন ৷

এই ঘটনায় আগেই রিন্টুকে গ্রেফতার করে এনআইএ ৷ তাঁকে চলতি বছরের জানুয়ারি মাসে গ্রেফতার করা হয় ৷ এবার আরও দু’জনকে গ্রেফতার করা হয় ৷ এই নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে এনআইএ-র তরফে জানা গিয়েছে ৷ তারা খতিয়ে দেখতে চায় যে এই বিস্ফোরক মজুত করার পিছনে জঙ্গিযোগ রয়েছে ৷ নাকি অন্য কোনও উদ্দেশ্যে বোমা বানাতে এই বিস্ফোরক জড়ো করা হয়েছিল ৷ নুরুজ্জামান ও মেরাজুদ্দিনকে জেরা করলে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে গোয়েন্দাদের ধারণা ৷

আরও পড়ুন: শিবপুরে অশান্তি নিয়ে ভুয়ো ভিডিয়ো ছড়ালেই কড়া পদক্ষেপ, নজর রাখছে সিআইডি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.