ETV Bharat / state

Narada Case: নারদ মামলার শুনানি পিছিয়ে গেল 13 সেপ্টেম্বর পর্যন্ত

author img

By

Published : Aug 16, 2021, 12:45 PM IST

narada case calcutta high court adjourned hearing upto 13 september
নারদ মামলার শুনানি পিছিয়ে গেল 13 সেপ্টেম্বর পর্যন্ত

সলিসিটর জেনারেল অন্য মামলায় ব্যস্ত থাকায় 13 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল নারদ মামলার (Narada Case) শুনানি ৷ সিবিআইয়ের (CBI) আর্জি মেনে এই শুনানি পিছিয়ে দিয়েছে হাইকোর্টের (Calcutta High Court) পাঁচ বিচারপতির বেঞ্চ ৷

কলকাতা, 16 অগস্ট: 13 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল নারদ মামলার (Narada Case) শুনানি ৷ সলিসিটর জেনারেল তুষার মেহেতা সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলায় ব্যস্ত থাকায় দুই সপ্তাহের জন্য মামলার শুনানি স্থগিত রাখার জন্য হাইকোর্টের (Calcutta High Court) 5 বিচারপতির বেঞ্চে আর্জি জানায় সিবিআই (CBI)। যদিও তৃণমূল নেতা-নেত্রীদের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সলিসিটর জেনারেলের কাজ অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও তো করতে পারেন ! কিন্তু শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সিবিআইয়ের আর্জিতেই সম্মতি জানায় । আদালত জানায় আগামী 13 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি হবে ।

নারদ মামলা রাজ্য থেকে সরাতে চেয়ে আবেদন জানিয়েছিল সিবিআই ৷ তার উপর শুনানি চলছে বিগত মাস তিনেক ধরে । নারদ মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে সিবিআই মামলায় যুক্ত করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আইনমন্ত্রী মলয় ঘটক ও রাজ্য সরকারকে । মামলার শুনানিতে তিন পক্ষ হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানতে চাইলেও দেরি করায় তা গ্রহণ করেনি হাইকোর্ট । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে হলফনামা গ্রহণ করে আদালত ।

narada case calcutta high court adjourned hearing upto 13 september
নারদ মামলার শুনানি পিছিয়ে গেল 13 সেপ্টেম্বর পর্যন্ত

আরও পড়ুন: Khela Hobe Dibas : আজ বাংলা, ত্রিপুরা সহ 15টি রাজ্যে 'খেলা হবে'

তার প্রত্যুত্তরে সিবিআইও নিজেদের বক্তব্য জানিয়েছে আদালতে ৷ কিন্তু তাতে সিবিআই কিছু অতিরিক্ত বক্তব্য বলেছে বলে রাজ্যের তরফে উল্লেখ করা হয়েছিল । রাজ্য চেয়েছিল নিজেদের বক্তব্য জানানোর জন্য সময় দেওয়া হোক ৷ সেই কারণেই গত 15 জুলাই আদালত মামলার শুনানি পিছিয়ে দিয়েছিল 15 অগস্ট পর্যন্ত ।

আরও পড়ুন: Sushmita Dev Resigns : দল ছাড়লেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব

কিন্তু আজ যখন ফের মামলাটি শুনানির জন্য পাঁচ বিচারপতির বেঞ্চে ওঠে, তখন সিবিআই-এর তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াইজেড দস্তুর জানান, সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে বিশেষ মামলায় ব্যস্ত থাকায় মামলার শুনানি পিছিয়ে দিলে ভাল হয় । আদালত সলিসিটর জেনারেলের এই আর্জিতে সম্মতি জানিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.