ETV Bharat / state

বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য চিড়িখানায় প্রায় কোটি টাকার ব্যাটারিচালিত গাড়ি দিলেন মালা রায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 6:53 PM IST

Updated : Dec 10, 2023, 10:23 PM IST

Alipore Zoo
ব্যাটারি গাড়ি ও অ্যাম্বুলেন্সের উদ্বোধন

Alipore Zoo: চিড়িয়াখানায় প্রায় কোটি টাকার ব্যাটারি গাড়ি ও অ্যাম্বুলেন্স দিলেন মালা রায় ৷ রবিবার উদ্বোধনে এলেন মেয়র ফিরহাদ হাকিম ও মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷

চিড়িখানায় প্রায় কোটি টাকার ব্যাটারিচালিত গাড়ি

কলকাতা, 10 ডিসেম্বর: অন্যান্যদের পাশাপাশি এবার আলিপুর চিড়িয়াখানায় নির্বিঘ্নে ঘুরতে পারবেন বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা ৷ তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করা হল চিড়িয়াখানায় ৷ বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুবিধার্থে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় । পাশাপাশি চিড়িয়াখানার জীবজন্তুদের জন্য দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে । অ্যাম্বুলেন্স দুটির দাম প্রায় 21 লক্ষ টাকা ৷ আর ব্যাটারিচালিত 10টি গাড়ির প্রতিটির দাম প্রায় 6 লক্ষ টাকা । রবিবার দুপুরে সেই গাড়িগুলির উদ্বোধন করা হয় ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা-সহ বন বিভাগের পদস্থ কর্তারা ।

ফিরহাদ হাকিম নিজের ছোটবেলার কথা স্মরণ করে মালা রায়কে ধন্যবাদ দেন । তিনি বলেন, "ছোটবেলায় বাবার কাঁধে চেপে চিড়িয়াখানা ঘুরেছি । নিজে বাবা হয়েছে মেয়েদের ঘুরিয়েছি । কিন্তু, দাদু হয়ে কাঁধে করে নাতিদের ঘোরাতে পারি না । কষ্ট হয় । অভিভাবক মালা রায় এই গাড়ির ব্যবস্থা করায় ধন্যবাদ ।" রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ দিন প্রকৃতিকে ভালোবাসার আহ্বান জানানো হয় । স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আর্থিক সহযোগিতায় চিড়িয়াখানার বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও হয় এদিন ।

অ্যাম্বুলেন্স ও ব্যাটারি চালিত গাড়ি এবং বিভিন্ন পশু-পাখিদের দেখার জন্য একাধিক এনক্লোজার । এছাড়াও এসবিআইয়ের সিএসআরের টাকায় চিতাবাঘের এনক্লোজার বৃদ্ধি করা হয়েছে । অন্যদিকে, আকর্ষণ বাড়িয়ে হরিণ-সহ একাধিক পশু পাখির বাচ্চা হয়েছে চিড়িয়াখানায় । তেমনই সেখানে বাড়ানো হয়েছে জীবজন্তুর চলাফেরা করার এলাকাও । দর্শকদের সুবিধা করে দিতে পরীখা আরও বাড়ানো হচ্ছে । সাদা বাঘের চলাফেরা করার জায়গা আরও বাড়ানো হয়েছে । পাখিদের এনক্লোজারের এলাকা বৃদ্ধি ঘটেছে । দর্শকদের সুবিধা করে দিতে বিভিন্ন খাঁচার বাইরে পরিধি বাড়ানোর পাশাপাশি রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে ।

চিড়িয়াখানায় আগত দর্শকদের খাওয়ার খাওয়ার পর যাতে কোনওরকম আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে না থাকে, তার জন্য একাধিক ডাস্টবিন বসানো হয়েছে । পরিবেশবান্ধব একাধিক চটের ব্যাগ থেকে শুরু করে নানানরকম সামগ্রিক দোকানও বসানো হয়েছে চিড়িয়াখানার ভিতরে । সামগ্রিকভাবে আলিপুর চিড়িয়াখানার জীবজন্তু এবং আগত দর্শকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার বর্তমান ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত ।

আরও পড়ুন:

  1. আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথিরা, পশু-পাখির এলাকা বৃদ্ধি
  2. বিলুপ্তপ্রায় প্রাণীদের বাঁচাতে সচেতনতার নয়া কর্মশালা আলিপুর চিড়িয়াখানায়
  3. হিট স্ট্রোক এড়াতে চিড়িয়াখানায় পশুপাখিদের স্নানের বিশেষ ব্যবস্থা, ডায়েটে রসালো ফল
Last Updated :Dec 10, 2023, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.