Alipore Zoo: বিলুপ্তপ্রায় প্রাণীদের বাঁচাতে সচেতনতার নয়া কর্মশালা আলিপুর চিড়িয়াখানায়

By

Published : May 29, 2023, 8:00 PM IST

thumbnail

আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও 'হ্যালো হেরিটেজ' নামক ঐতিহ্য সংরক্ষণকারী একটি সংস্থার যৌথ উদ্যোগে সোমবার চিড়িয়াখানায় অনুষ্ঠিত হল এক কর্মশালা ৷ যেখানে বিলুপ্তপ্রায় পশু ও পাখিদের জীবনযাপনকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে সেইসব প্রাণীদের ছবি আঁকা, মাটি দিয়ে মূর্তি তৈরি ও সেইসব বন্যপ্রাণদের ছবি তোলার এই ওয়ার্কশপে অনেক শিল্পীই যোগ দিয়েছিলেন ৷ এই কর্মশালার নাম দেওয়া হয়েছিল 'কালারস অফ অ্যানিম্যাল কিংডম' ৷ বাংলায় বললে যার অর্থ দাঁড়ায়, প্রাণীজগতের রং অর্থাৎ, বিভিন্নভাবে তাদের জীবন তুলে ধরা ৷ 

এদিনের অনুষ্ঠানে আলিপুর চিড়িয়াখানায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি কল্যাণ মুখোপাধ্যায় । তিনি নিজেও একজন শিল্পী । উনি পাখির পড়ে যাওয়া পালকের উপর বিভিন্ন পাখির ছবি ফুটিয়ে তোলেন ৷ তাঁর কথায়,"চিড়িয়াখানায় এসে আমরা শিখি। পশুপাখিদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ৷ আজও তেমন ওই পশুপাখিদের কাছে কী কী শিখতে পারি তা জানার দিন ৷ জানা গিয়েছে, এই কর্মশালার মূল উদ্দেশ্য হল বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীদের জীবন সম্পর্কে মানুষকে জানানো ৷ যাতে তাঁরা সচেতন হতে পারেন ৷ খেয়াল রাখতে পারেন এই সব বন্যপ্রাণ যাতে আরও অবলুপ্তির পথে এগিয়া না-যায় শুধুমাত্র মানুষের সচেতনতার অভাবে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.