ETV Bharat / state

KMC Tax Rebate: অনলাইনে সম্পত্তি কর জমা দিলে মিলবে আরও ছাড়, অপেক্ষা রাজ্যপালের অনুমোদনের

author img

By

Published : Apr 18, 2023, 4:06 PM IST

অনলাইনে কর দিলে নাগরিকদের 5 শতাংশ কর ছাড় দেওয়া হবে ৷ এমনটাই জানাল কলকাতা পৌরনিগমের রাজস্ব বিভাগ ৷ তবে, পুরো বিষয়টি এই মুহূর্তে রাজভবনে আটকে রয়েছে ৷ সংশোধিত পৌর আইন 2022-এর বিল রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে ৷

KMC Tax Rebate ETV BHARAT
KMC Tax Rebate

কলকাতা, 18 এপ্রিল: কলকাতার নাগরিকদের জন্য সুখবর ৷ অনলাইনে সম্পত্তি কর দিলে আরও বেশি ছাড় পেতে পারেন নাগরিকরা ৷ করদাতাদের উৎসাহ দিতে এবং অনলাইনে কর আদায় বাড়ানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিচ্ছে কলকাতা পৌরনিগমের রাজস্ব বিভাগ ৷ তবে, পুরো বিষয়টি নির্ভর করছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপর ৷ এই নিয়ে গত শীতকালীন অধিবেশনে সংশোধিত পৌর বিল পাশ হয়েছে ৷ তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে ৷ রাজ্যপাল বিলের ব্যাখ্যা চেয়ে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদকে ডেকে পাঠিয়েছেন ৷ সেই জটিলতা কাটলেই বিষয়টি দ্রুত লাগু করা হবে ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, পৌর বোর্ড চাইছে নাগরিকদের অতিরিক্ত কর ছাড় দিতে ৷ বর্তমানে সময় মতো প্রতিমাসে সম্পত্তি কর মিটিয়ে দিলে 5 শতাংশ ছাড় পাওয়া যায় ৷ সেই ছাড় আরও 5 শতাংশ অতিরিক্ত দেওয়া হবে ৷ সব মিলিয়ে মিলবে 10 শতাংশ ছাড় ৷ তবে, এর জন্য সংশোধিত বিল আইনে পরিণত হওয়া প্রয়োজন ৷ গত শীতকালীন অধিবেশনে বিধানসভায় বিল পাশ হয়েছে। শুধু অপেক্ষা রাজ্যপালের অনুমোদনের ৷

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, সংশোধিত পৌর বিল 2022 বিধানসভায় শীতকালীন অধিবেশনে পাশ হয়েছে ৷ সেটা এখনও রাজ্যপালের অনুমোদন পায়নি ৷ তিনি বিলে সই করলে দ্রুত তা আইনে পরিণত করা হবে ৷ সংশোধিত বিল অনুযায়ী, একদিকে যেমন নাগরিকদের করদানে উৎসাহ দিতে করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে ৷ তেমনি পৌরনিগমের কর মূল্যায়ণ ও রাজস্ব বিভাগ নয়া ব্যবস্থায় কর প্রদান বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ৷

ইউনিট এরিয়া অ্যাসেসমেন্টের আওতায় সব নাগরিকদের বেশ কয়েক বছর ধরে আসতে বলা হচ্ছে ৷ তবে নাগরিকদের একাংশ সেই ব্যবস্থায় নিজেদের নাম নথিভুক্ত করেননি ৷ তাই এ বার ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হবে নয়া আইন প্রয়োগ করে ৷ রাজভবনে আটকে থাকা সংশোধনীতে এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে ৷ 2017 সালে কলকাতায় নতুন কর ব্যবস্থা ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট চালু করা হয় ৷ যে পদ্ধতিতে এলাকা ধরে কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ তবে, সংশোধিত বিল আইন হওয়ার পরেই সবটা সম্ভব ৷

আরও পড়ুন: কেএমসি'র বাজেট অধিবেশনে মোবাইলে ব্যস্ত কাউন্সিলর, কড়া নিদান চেয়ারপার্সনের

উল্লেখ্য, মহানগরে সম্পত্তি করদাতার সংখ্যা প্রায় 9 লক্ষ ৷ যার মধ্যে নতুন কর পদ্ধতি মেনে কর জমা করেন মাত্র লাখ দু’য়েক নাগরিক ৷ নতুন কর ব্যবস্থার আওতায় সকলকে আনতে পারলে কর বাবদ প্রায় 30 শতাংশ অতিরিক্ত আয় হবে কলকাতা পৌরনিগমের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.