ETV Bharat / state

WB Weather Update: চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা

author img

By

Published : Jun 18, 2023, 7:20 AM IST

তীব্র দাবদাহ যেন পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের ৷ সামান্য বৃষ্টিতেও কোনও পরিবর্তন নেই আবহাওয়ার ৷ তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসা নিয়ে আশার কথা শোনাল হাওয়া অফিস ৷

Etv Bharat
প্রতীকী ছবি

কেমন থাকবে বঙ্গের আবহাওয়া ? জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস

কলকাতা, 18 জুন: বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিতে দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি মিললেও কবে তা পাকাপাকিভাবে হবে সেটাই বড় প্রশ্ন । আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের কথায়, "কলকাতাতে আজও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে । তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে আগামিকাল সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করায় আগামী 48 ঘণ্টায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় ভারী থেকে অভিভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে ৷ তবে মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে । দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, নদিয়া ও মেদিনীপুরে আগামী দু-তিন দিন তাপপ্রবাহ চলবে ।"

বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের প্রবল সম্ভবনা রয়েছে । যার জেরে প্রাক বর্ষার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে । মালদার উপর থমকে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু । আজ রবিবার থেকে মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করবে । বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে এই মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে বলে অনুমান হাওয়া অফিসের ৷ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ভূমি ধসের সম্ভাবনা রয়েছে । এছাড়াও নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা ।

কলকাতায় সকালে প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে । হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হলেও পরে আবহাওয়া বদলাবে । দিনভর অস্বস্তিকর গরম বজায় থাকবে । তবে আজ রবিবার বিকেল থেকে অস্বস্তিকর ভ্যাপসা গরমে রাশ পড়তে পারে ।
তাপমাত্রার পরিসংখ্যানে শনিবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল পুরুলিয়া ৷ যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 9.1 ডিগ্রি বেশি ।

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92 শতাংশ । আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ও 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : শীঘ্রই বিয়ের পিড়িতে বসার যোগ কোন রাশির জানুন রাশিফলে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.