ETV Bharat / state

Mohan Bhagwat : আজ কলকাতায় একাধিক কর্মসূচি সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের

author img

By

Published : Nov 16, 2021, 12:13 PM IST

মোহন ভাগবত (Mohan Bhagwat)
মোহন ভাগবত (Mohan Bhagwat)

2 দিনের সফরে কলকাতায় এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ গতকাল রাতে শহরে পা রেখেছেন ৷ আজ দিনভর কর্মসূচি ৷

কলকাতা, 16 নভেম্বর : সোমবার রাত 11 টা 40 নাগাদ কলকাতায় পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত ৷ আজ তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন ৷

আরএসএস (Rashtriya Swayamsevak Sangh, RSS) সূত্রে খবর, সঙ্ঘের বাঙালি সদস্যদের মস্তিস্কপ্রসূত নতুন সফটওয়্যার 'ভায়াম'-এর (VAYAM) উদ্বোধন করবেন মোহন ভাগবত (Mohan Bhagwat) । কোনও বিদেশি সফটওয়্যার নয়, সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি এই 'ভায়াম'-এর মাধ্যমে একসঙ্গে 30 জন সদস্য ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে পারবেন । মূলত দেশজুড়ে আরএসএস কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করতে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন ৷ এছাড়া, কেশব ভবনে চত্বরে (Keshab Bhavan) আরেকটি নতুন ভবনের সূচনা করবেন আরএসএস প্রধান । ভার্চুয়াল মাধ্যমে উত্তরবঙ্গের আরএসএস কার্যালয়েরও উদ্বোধন করবেন মোহন ভাগবত ।

আরও পড়ুন : Mohan Bhagwat : শহরে এলেন মোহন ভগবত, আজ গোটা দিন চলছে দফায় দফা বৈঠক

সূত্রে জানা গিয়েছে, দু'দিনের সফরে আজ সকালে বঙ্গ আরএসএস-এর প্রধান রমাপদ পাল, সহকারী প্রধান জলধর মাহাতো, আরএসএস-এর পূর্বভারতীয় ক্ষেত্রপ্রচারক সুব্রত চট্টোপাধ্যায়, সঙ্ঘের রাজ্যের সাধারণ সম্পাদক জিষ্ণু বসু, মুখপাত্র বিপ্লব রায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করার কথা সঙ্ঘ প্রধানের ।

বিকেলে দ্বিতীয় পর্যায়ে বৈঠক হবে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী দেখা করবেন মোহন ভাগবতের সঙ্গে । সামনেই কলকাতা ও হাওড়ায় পৌরনির্বাচন ৷ তার আগে মূলত রাজ্যে বিজেপি সংগঠনের বিস্তারিত রিপোর্ট নেবেন তিনি ।

ভাগবতের এই সফর প্রসঙ্গে আরএসএস-এর মুখপত্র বিপ্লব রায় বলেন, "এটা মূলত আরএসএস-এর সাংগঠনিক বৈঠক । আর এই বৈঠক দু‘দিন ধরে চলবে । পাশাপাশি একাধিক কর্মসূচির সূচনা করবেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত ৷"

রাজ্যে বিজেপির একের পর এক ধাক্কার পর ভাগবতের শহরে আসাটা তাৎপর্যপূর্ণ, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ একুশের বিধানসভায় নির্বাচন, তৎপরবর্তী একাধিক উপনির্বাচনে বিজেপির প্রার্থীরা ধরাশায়ী হয়েছেন ৷ তাছাড়া বিধানসভা নির্বাচনের আগে অনেক নেতা দল বদলে গেরুয়া শিবিরে নাম লেখালেও, নির্বাচন পরবর্তী সময়ে একে একে অনেকেই ঘাস-ফুলে ফিরেছেন ৷ এমনকি সাম্প্রতিক নানা বিষয়কে কেন্দ্র করে দলের অভ্যন্তরের মতান্তর প্রকাশ্যে এসেছে ৷ এই পরিস্থিতিতে রাজ্যে সঙ্ঘপ্রধানের আগমন ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.