ETV Bharat / state

Mohan Bhagwat : শহরে এলেন মোহন ভাগবত, আজ গোটা দিন চলছে দফায় দফায় বৈঠক

author img

By

Published : Nov 16, 2021, 9:53 AM IST

Updated : Nov 16, 2021, 10:32 AM IST

সোমবার রাত 11 টা 40 নাগাদ কলকাতায় পৌঁছেছেন মোহন ভাগবত (Mohan Bhagwat) । মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করবেন ভাগবত । শুধু পশ্চিমবঙ্গ নয়, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে সেই বৈঠকে ।

Mohan Bhagwat
শহরে এলেন মোহন ভগবত

কলকাতা, 16 নভেম্বর : কলকাতা ও হাওড়ার পৌর নির্বাচনের আগে কলকাতায় এলেন মোহন ভাগবত (Mohan Bhagwat) । সোমবার রাতে 11 টা 40 নাগাদ কলকাতায় পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) এর প্রধান ৷ এদিন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় করবেন বৈঠক ৷

জানা গিয়েছে, মূলত রাজ্যে আরএসএস-এর সংগঠনকে চাঙ্গা করতে তাঁর এই সফর । সূত্রের খবর, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রচারকদের নিয়ে বৃহস্পতিবার রুদ্ধদার বৈঠক করবেন তিনি ৷ রাজ্যে সংগঠনের নেতা-কর্মীদের দেবেন ভোকাল টনিক ।

মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করবেন ভাগবত। শুধু পশ্চিমবঙ্গ নয়, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে সেই বৈঠকে । সন্ধ্যা 6টা থেকে 7টা ভার্চুয়াল মাধ্যমে একটি সভা করবেন ভাগবত । অনলাইন সেই বৈঠকের লিঙ্ক পাঠান হবে প্রায় 350 জন বিশিষ্টদের । বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় কারা রয়েছেন তা গোপন রেখেছে আরএসএস । তবে সূত্রের খবর, সেই বৈঠকে থাকতে পারেন সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, সরোদিয়া তেজেন্দ্রনারায়ণ মজুমদার, সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য প্রমুখ । এছাড়াও ক্রীড়াবিদ দীপা কর্মকারও ওই বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে ।

সোমবার রাতে দমদম বিমানবন্দরে নামলেন মোহন ভাগবত

আরও পড়ুন : Lakhimpur Kheri : লখিমপুর খেরির আদালতে মন্ত্রী-পুত্রের জামিনের আবেদন খারিজ

এছাড়াও বিশ্বহিন্দু পরিষদের শচীন্দ্রনাথ সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাবে বুধবার তাঁর সঙ্গে দেখা করতে । হিন্দু সংহতির দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বেও একটি প্রতিনিধি দল যাবে তাঁর সঙ্গে দেখা করতে । রাজ্য বিজেপির তরফে সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীও মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে পারেন ৷

Last Updated :Nov 16, 2021, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.