ETV Bharat / state

বর্ষবরণের রাতে মেট্রোয় আঁটোসাঁটো নিরাপত্তা, মোতায়েন বাড়তি কর্মী

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 9:56 AM IST

Kolkata Metro Railway
কলকাতা মেট্রো

Kolkata Metro Railway: 31 ডিসেম্বর যাত্রী সুরক্ষার্থে মেট্রো স্টেশনগুলোয় আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা ৷ যাত্রীদের সুবিধার্থে পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সব টিকিট কাউন্টার খোলা থাকবে।

কলকাতা, 30 ডিসেম্বর: বর্ষশেষের রাতে শহরের সমস্ত মেট্রো স্টেশনে ভিড় উপচে পড়ে ৷ তাই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সবকটি টিকিট কাউন্টার খোলা রাখা হবে। প্রতিটি স্টেশনে পর্যাপ্ত পরিমাণে টোকেন এবং স্মার্ট কার্ডের ব্যবস্থা রাখা হবে।

বড়দিনের আমেজ কাটতে না কাটতেই এসে পড়ে ইংরেজি নতুন বছর । 2024 সালকে স্বাগত জানাতে সকলেই তৈরি । শহরের বিভিন্ন জায়গায় বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন অনুষ্ঠান চলে । শহরের জনপথে মানুষের ঢল উপচে পড়ে। আর এই বিশেষ দিনগুলোতে উপচে পড়া ভিড় হয় কলকাতা মেট্রো নেটওয়ার্কে । যাত্রীদের যাতে কোনও রকম অসুবিধায় পড়তে না হয় তাই প্রতিটি স্টেশনেই বাড়ানো হচ্ছে নজরদারি এবং মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত সুরক্ষাকর্মী।

ভিড় সামালাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের স্টেশনগুলির নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে ৷ বিশেষত এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন এবং দমদম মেট্রো স্টেশনেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এই স্টেশনগুলিয় প্রশিক্ষণপ্রাপ্ত আরপিএফ জওয়ান মোতায়েন করা হবে । প্রতিটি স্টেশনে মোতায়েন থাকবেন মেট্রো রেলের একাধিক কর্মী এবং আধিকারিক।

এছড়াও মহিলা, শিশু এবং বয়স্ক যাত্রীদের জন্য পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে রাখা হবে মহিলা আরপিএফ কনস্টেবল। পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি করে বিশেষ টিমও রাখা হবে। এই দলে থাকবেন একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই পদমর্যাদার আধিকারিক এবং মেট্রো রেলের ৪ আধিকারিক। এই চারজন আধিকারিকদের মধ্যে দু’জন মহিলা থাকবেন। যে কোনও আপদকালীন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য এঁরা প্রস্তুত থাকবেন। বিকেল এবং সন্ধ্যায় সব থেকে বেশি ভিড় হয় পার্ক স্ট্রিট মেট্রোয় ৷ ভিড় সামালাতে আরও একটি বিশেষ দল রাখা হবে । সেই দলে মেট্রো রেলের তরফে 1 জন আধিকারিক এবং 4 জন সাধারণ কর্মী থাকবেন ৷

প্রসঙ্গত, গত 31 ডিসেম্বর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সব থেকে বেশি ভিড় হয়েছিল । যাত্রী সংখ্যাটা ছিল 1 লক্ষ 10 হাজার 349জন । এর পরের তালিকায় ছিল পার্ক স্ট্রিট ৷ স্টেশনে যাত্রী সংখ্যা ছিল 71 হাজার 811 ৷ ময়দান স্টেশনে যাত্রী সংখ্যা ছিল 55,352 জন।
আরও পড়ুন:

  1. 25 ডিসেম্বর মেট্রো পরিষেবা কমলেও বাড়ানো হল শেষ মেট্রোর সময়
  2. বড়দিনে যাত্রী সুবিধায় গ্রিনলাইনে পরিষেবা বাড়াল কলকাতা মেট্রো, জারি বিজ্ঞপ্তি
  3. বড়দিনে যাত্রী সুরক্ষার্থে মেট্রো স্টেশনগুলিতে আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.