ETV Bharat / state

বৈঠক চলাকালীন আচমকা অসুস্থ ফিরহাদ, রাতে হাসপাতালেই থাকবেন মেয়র

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 10:36 PM IST

Updated : Jan 8, 2024, 10:58 PM IST

বৈঠক করতে গিয়ে আচমকাই অসুস্থ ফিরহাদ
Firhad Hakim

Firhad Hakim Admited to Hospital: সোমবার সন্ধ্যায় আচমকাই হাসপাতালে ভরতি করতে হল ফিরহাদ হাকিমকে ৷ কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। সূত্রের খবর, তাঁকে রাতেই থাকতে হবে হাসপাতালে ৷

কলকাতা, 8 জানুয়ারি: আচমকাই হাসপাতালে ভরতি করতে হল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে সন্ধ্যায় ভরতি করা হয় তাঁকে। জানা গিয়েছে, সোমবার বিকেলে কলকাতা পৌরনিগমে তাঁর নিজের ঘরে বসেই বৈঠক করছিলেন মেয়র। তখন আচমকাই তাঁর কোমরে ব্যথা শুরু হয়। সেই সময় তাঁর নিরাপত্তারক্ষাকারীরা তাঁকে নিয়ে যায় কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে।

হাসপাতাল সূত্রে খবর, মেয়র ভরতি হওয়ার পরে তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপাতত পর্যবেক্ষণে রাখা হবে মেয়রকে। পরিস্থিতি বুঝে আগামিকাল হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন মেয়র। প্রাথমিকভাবে মন্ত্রীর হাসপাতালে ভরতি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, কোমরের যন্ত্রণার জন্য তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এরপর শারীরিক অবস্থা ঠিকঠাক থাকলে মঙ্গলবারই ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে অর্থাৎ রাতে তিনি হাসপাতালেই থাকবেন ৷

কলকাতার পৌরনিগম সূত্রের খবর, কিছুদিন আগেই মেয়র যে চেয়ারে বসতেন তার পরিবর্তন করা হয়েছে। অনুমান, তাঁর কোমরে ব্যথার জন্যেই বদল করা হয়েছে। এছাড়াও কোমরের স্পাইনাল কর্ডের ব্যথায় মাঝে-মধ্যেই ভুগছিলেন তিনি। সেই ব্যথাই আচকা বেড়ে যায় সোমবার। তবে এখন ইনজেকশন দেওয়া হয়েছে। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে দেখছেন। যেহেতু রাত হয়েছে এবং পর্যবেক্ষণে তাঁকে রাখার প্রয়োজন তাই হাসপাতালে ভরতি রয়েছেন মেয়র।

প্রসঙ্গত, রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম। এছাড়াও কলকাতার মেয়র তিনি। গঙ্গাসাগর মেলা আয়োজনের একাধিক দায়িত্ব তাঁর ৷ গঙ্গাসাগর মেলা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার গুরুদায়িত্ব পালন করছেন তিনি। কারণ, প্রচুর পুণ্যার্থী কলকাতা হয়েই গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেন। কয়েকদিন পরই গঙ্গাসাগরের মেলার তদারকিতেও যাওয়ার কথা রয়েছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। তবে এখন পরিস্থিতি কী দাঁড়ায় সেটাই দেখার।

আরও পড়ুন:

  1. গ্রেফতার হয়ে অসুস্থ জ্যোতিপ্রিয়, চিঠি নিয়ে ইডির দফতরে দাদা দেবপ্রিয়
  2. অসুস্থ অভিনেত্রী তনুজা, আইসিইউ-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে অভিনেত্রী
  3. অসুস্থ মদন মিত্রের অস্ত্রোপচার! বুধেই এসএসকেএমে অপারেশন কামারহাটির বিধায়কের
Last Updated :Jan 8, 2024, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.