ETV Bharat / state

অসুস্থ মদন মিত্রের অস্ত্রোপচার! বুধেই এসএসকেএমে অপারেশন কামারহাটির বিধায়কের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 5:07 PM IST

Updated : Dec 12, 2023, 5:36 PM IST

Madan Mitra: আগামিকাল এসএসকেএম-এ অস্ত্রোপচার কামারহাটির বিধায়ক মদন মিত্র র ৷ গত 4 ডিসেম্বর প্রবল শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হয়ে ছিলেন কামারহাটির বিধায়ক । উডবার্ন ওয়ার্ডে চিকিৎসক অতনু পালের নেতৃত্বে ভরতি হন তিনি ।

Madan Mitra
বুধেই অস্ত্রোপচার মদন মিত্রের

কলকাতা, 12 ডিসেম্বর: এসএসকেএম-এ চিকিৎসাধীন মদন মিত্র ৷ আগামিকাল অস্ত্রোপচার কামারহাটির বিধায়কের ৷ অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক মুকুল ভট্টাচার্যের নেতৃত্বে সম্ভবত বুধবার সকালে অস্ত্রোপচার। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন এসএসকেএম হাসপাতালে অধিকর্তা মনিময় বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রের অস্ত্রোপচার নিয়ে তাঁকে মঙ্গলবার প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, "জানা নেই খোঁজ নিয়ে দেখতে হবে।"

গত 4 ডিসেম্বর প্রবল শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হয়ে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । উডবার্ন ওয়ার্ডে চিকিৎসক অতনু পালের নেতৃত্বে ভরতি হন তিনি । প্রবল কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর। ভরতির দু‘দিন পরে মাঝ রাতে আচমকাই খিচুনি ওঠায় তাকে স্থানান্তরিত করা হয় ক্রিটিকাল বিভাগে । একাধিক পরীক্ষা-র পর দেখা যায় নিউমোনিয়া আক্রান্ত রয়েছেন মদন মিত্র । শুক্রবার তাঁকে বাইপ্যপ সাপোর্ট দেওয়া হয় ৷ ওইদিন সকাল 10টা থেকে কার্ডিওলজি, নেফ্রলজিস্ট-সহ মোট 10 জন চিকিৎসকের একটি দল কামারহাটি বিধায়কের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন । স্যাচুরেশন কম থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয় । শ্বাসকষ্টের সমস্যার সময়ে একাধিকবার ঝাঁকুনি দেয় তাঁর শরীরে ৷ তাতেই বিধায়কের বাঁ-দিকের কাঁধের হাড় ভেঙে যায় ৷ স্টিলের পাত বসাতে পারেন চিকিৎসকরা।

বুধবার অস্ত্রোপচারের আগে স্পাইনাল কর্ডের সিটি স্ক্যান করা হয়েছে। সেই সব কিছু দেখেই অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যদি বুধবার তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি না ঘটে তা-হলে সম্ভবত এদিনই অস্ত্রোপচার করবেন চিকিৎসকেরা ।

রাজ্যের প্রথম সারির সুপার স্পেশালিটি হাসপাতালগুলির মধ্যে অন্যতম এসএসকেএম হাসপাতাল ৷ এই হাসপাতালে ভরতি হন রাজনৈতির নেতা-নেতৃত্বরা ৷ প্রায় সপ্তাহ খানেক ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ বেশ কয়েকমাস আগেই এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে সুর চড়িয়ে ছিলেন তিনি ৷ তা নিয়েও বিস্তর জলঘোলা হয় দলের মধ্যে ৷ দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন ৷ তবে হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার পর যদিও পরিষেবা ভালো বলে উল্লেখ করেন মদন মিত্র ৷

আরও পড়ুন:

  1. এসএসকেএমের মতো পরিষেবা আর কোথাও নেই, কাশতে কাশতেই বললেন মদন
  2. অসুস্থ মদন মিত্র, রাতারাতি হাসপাতালে ভরতি করা হল তৃণমূল বিধায়ককে
  3. বিশ্বকাপ ফাইনালে জায়ান্ট স্ক্রিনের সামনে বসে ভারতকে সমর্থন মদন-ফিরহাদের
Last Updated : Dec 12, 2023, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.