ETV Bharat / state

Manik Bhattacharya: নির্বাচন কমিশনকে সম্পত্তি নিয়ে ভুল তথ্য দিয়েছেন মানিক, বিস্ফোরক দাবি ইডির

author img

By

Published : Oct 14, 2022, 6:51 AM IST

Updated : Oct 14, 2022, 9:29 AM IST

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ৷ এই কাণ্ডে নেমে ইডির হাতে এলো চাঞ্চল্যকর তথ্য (ED on Manik Bhattacharya) ৷

Manik Bhattacharya
ETV Bharat

কলকাতা, 14 অক্টোবর: নিজের সম্পত্তি নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশনের (Election Commission of India ) কাছে হলফনামা জমা দিয়েছিলেন ৷ নদিয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ৷ তখন তিনি কমিশনকে যে সম্পত্তি সংক্রান্ত যে তথ্য দিয়েছিলেন তা ভুল বলে মনে করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED on Manik Bhattacharya) ৷ এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে এই তথ্য এসেছে ৷

ইডি সূত্রে জানা গিয়েছে, মানিক ভট্টাচার্য তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তি- সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ 2 কোটি টাকার কিছু বেশি ছিল বলে জানিয়েছিলেন হলফনামায় ৷ কিন্তু একটি সংবাদ সংস্থাকে ইডির এক আধিকারিক বলেন, "তদন্ত যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে যে মানিক ভট্টাচার্য তাঁর হলফনামায় সম্পত্তির পরিমাণ কমিয়ে দেখিয়েছেন । তাঁর সম্পত্তি অনেক বেশি ৷"

আরও পড়ুন: মানিকের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কি ইস্তফা দিতে বাধ্য বীরভূম তৃণমূলের ব্লক সভাপতি ?

হলফনামায় মানিক ভট্টাচার্য এটা উল্লেখ করেননি যে, তাঁর ছেলের নামে ব্যাঙ্কে 2 কোটি 64 লক্ষ টাকা রয়েছে ৷ 2021-এ জমা দেওয়া এই হলফনামায় তিনি তাঁর পেনশন, ডব্লিউবিবিপিই-র সভাপতি হিসেবে প্রাপ্য সাম্মানিক এবং প্রবীণ নাগরিকের প্রকল্প (senior citizens' scheme) থেকে পাওয়া টাকার কথা জানিয়েছিলেন ৷

এসএসসি শিক্ষক দুর্নীতি নিয়োগ কাণ্ডে ইডির পাশাপাশি তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্ক্রিনিং কমিটির কনভেনরের বারংবার অভিযোগে কর্ণপাত করেননি ৷

কলকাতা হাইকোর্ট একটি তদন্তকারী কমিটি গঠন করে ৷ অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্ব এই কমিটি স্ক্রিনিং কমিটিকে দায়ী করেছে ৷ আর এসপি সিনহা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টারমাইন্ড ৷ পার্থ চট্টোপাধ্যায় এবং এস পি সিনহা এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷

বৃহস্পতিবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে জানতেন ৷ বিজেপি বিধায়ক বলেন, "মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে ৷ সেখানে কেউ একজন মুখ্যমন্ত্রীকে এই দুর্নীতির কথা জানিয়েছিলেন ৷ এখন তিনি এই বিষয়ে গাফিলতির কথা অস্বীকার করতে পারেন না ৷"

আরও পড়ুন: Manik Bhattacharya: ‘কিছু জানি না’, ইডি’র প্রশ্নে একই উত্তর মানিকের

Last Updated : Oct 14, 2022, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.