ETV Bharat / state

Bhawanipur Masjid Construction: মসজিদ গড়তে পাশে দাঁড়াচ্ছে মন্দির ও গুরুদোয়ারা কমিটি ! অনন্য সম্প্রীতির সাক্ষী ভবানীপুর

author img

By

Published : Oct 28, 2022, 8:01 PM IST

ETV Bharat
Bhawanipur Masjid Construction

ভবানীপুরে মসজিদ গড়ায় সাহায্য করতে এগিয়ে এসেছে মন্দির ও গুরুদোয়ারা কমিটি (Bhawanipur Masjid Construction) ৷ পাশে থাকার আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমেরও ৷

কলকাতা, 28 অক্টোবর: সম্প্রীতির শহর কলকাতা ৷ এই শহরে সর্ব ধর্মের মানুষের সহাবস্থানের ঐতিহ্য, অন্য বহু শহরের কাছে উদাহরণ হতে পারে ৷ সেই ঐতিহ্যই এখনও বহমান এই শহরে ৷ যার সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকা ৷ এখানে পুরনো এক মসজিদ সংস্কার করে গড়ে উঠবে নতুন মসজিদ (Bhawanipur Masjid Construction) ৷ এই উদ্যোগের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে মন্দির ও গুরুদোয়ারা কমিটি ৷

ভবানীপুর এলাকার পিজি মোড়ে একদিকে রয়েছে মন্দির, একদিকে গির্জা ৷ আর এক দিকে রয়েছে গুরুদোয়ারা । আর তার ঠিক উলটো দিকে রয়েছে শতবর্ষ প্রাচীন হাফিজ ওয়ালি মহম্মদ জামা মসজিদ । বয়সের ভারে ধীরে ধীরে জীর্ণ হয়েছে মসজিদ । কিন্তু দিন দিন বেড়ে চলেছে নমাজ পড়তে আসা ধর্মপ্রাণ মানুষের সংখ্যা । সিদ্ধান্ত হয়েছে এই মসজিদ সংস্কারের কাজ শুরু হবে । সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন করে সুন্দর একটি বড় ভবন হবে । হরিশ মুখার্জি রোডে এই মসজিদ 1930 সালে স্থাপিত হয়েছিল । বর্তমানে এটি ওয়াকফ সম্পত্তি ।

আরও পড়ুন: কিউএস ওয়ার্ল্ড ব়্যাংকিং-এ ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম যাদবপুর

এই মসজিদ গড়ার কাজে কলকাতা পৌরনিগম সাহায্য করবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ তবে আর্থিক সাহায্য নয়, করা হবে অন্যান্য সহযোগিতা ৷ এদিন এই সংক্রান্ত এক অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন মন্দির ও গুরুদোয়ারা কমিটির সদস্যরাও ৷ ছিলেন মসজিদের ইমাম সাহেব ৷ প্রত্যেকেই নতুন মসজিদ তৈরির উদ্যোগের পাশে থাকার কথা জানিয়েছেন (example of communal harmony in Kolkata) ৷

ভবানীপুরে মসজিদ গড়তে পাশে দাঁড়াচ্ছে মন্দির, গুরুদোয়ারা কমিটি

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কলকাতা সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন । পিজি-র মোড় যাকে বলি সেখানে গুরুদোয়ারা আছে, আছে গোলমন্দির এবং শতবর্ষ প্রাচীন মসজিদ । এই মসজিদকে শহিদ করে অর্থাৎ ভেঙে ফেলে নতুন করে নির্মাণ করা হবে । মুখ্যমন্ত্রী সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন । পৌরনিগমের তরফে যাতে বিল্ডিং প্ল্যান পাশের ক্ষেত্রে কোনও অসুবিধা না হয় তা দেখে 15 দিনের মধ্যে কার্যকর করা হবে । তবে পৌরনিগম কোনও আর্থিক সহযোগিতা করতে পারে না ধর্মীয় স্থানে । আমরা ব্যক্তিগতভাবে যে যা পারি অবশ্যই করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.