ETV Bharat / state

Mamata on Hilsa: ইলিশ চাষে বাংলাদেশের নির্ভরতা কমাতে মমতার দাওয়াই বিধানসভায়

author img

By

Published : Nov 24, 2022, 7:33 PM IST

Mamata Banerjee wants Hilsa farming to be done here to decrease the dependability on Bangladesh
Mamata on Hilsa: ইলিশ চাষে বাংলাদেশের নির্ভরতা কমাতে মমতার দাওয়াই বিধানসভায়

ইলিশের (Hilsa) জন্য বাংলার মানুষকে বাংলাদেশের (Bangladesh) দিকে তাকিয়ে থাকতে হবে না বলে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

কলকাতা, 24 নভেম্বর: রসনা প্রিয় বাঙালির ইলিশ (Hilsa) প্রেম কারও অজানা নয় । এবার আর সুস্বাদু ইলিশের জন্য বাংলার মানুষকে ওপার বাংলার (বাংলাদেশ) দিকে তাকিয়ে থাকতে হবে না । বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

মাছে ভাতে বাঙালির ইলিশের চাহিদা মেটাতে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) ইলিশ গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । সেখানে প্রতিনিয়ত ইলিশের গতিবেগ নিয়ে গবেষণা চলছে । ইলিশ প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওপার বাংলার উপর নির্ভরতা আমাদের কমাতে হবে ।’’

এদিন ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ! প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ইলিশ নিয়ে আমাদের যথেষ্ট সচেতনতার দরকার রয়েছে । বিশেষ করে খোকা ইলিশের ক্ষেত্রে । কেবল আইন করে খোকা ইলিশ ধরা বন্ধ করা যাবে না । মানুষকে সচেতন করতে হবে ।’’

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘ডায়মন্ড হারবার ও কোলাঘাটে ইলিশ আসছে । ওপারের উপর নির্ভর করতে হবে না । তবে গবেষণায় দেখা গিয়েছে মিষ্টি জলেও ইলিশ চাষ সম্ভব । যত পুকুর, জলাশয় আছে, সেখানে মৎস্য দফতর দায়িত্ব নিন ৷ মৎস্যজীবীদের পাশাপাশি, সেল্ফ হেল্প গ্রুপ ও ইয়ংদের দায়িত্ব দিন । কর্মসংস্থান হবে ।’’

আরও পড়ুন: 'জঙ্গলের অধিকার জঙ্গলের বাসিন্দাদের হাতেই সুরক্ষিত', বিধানসভায় বললেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.