ETV Bharat / state

Mamata Banerjee: আগামী সপ্তাহে এগরা যেতে পারেন মুখ্যমন্ত্রী

author img

By

Published : May 19, 2023, 11:09 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসম্পূর্ণ কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে পাত্রসায়রে ভার্চুয়ালি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আবহাওয়ার উন্নতি হলেই এগরা যাবেন তিনি ।

Etv Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 19 মে: এগরা যাবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে ৷ আবহাওয়ার উন্নতি হলেই এগরা যাবেন বলে শুক্রবার স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী । এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ ঘটনার পর থেকেই এগরা নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ।

কালক্ষেপ না করে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল এগরাতে পৌঁছলেও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁদের। এরপর থেকেই শোনা যাচ্ছিল পরিস্থিতির হাল ধরতে ময়দানে নামতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরই নবান্নে বসে ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এমনকী এনআইএ তদন্তেও রাজ্যের আপত্তি নেই বলেও জানিয়ে দেন তিনি ৷ তাতে যে চিঁড়ে ভেজেনি, তা ঘটনার পর তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে গ্রামবাসীদের আচরণেই স্পষ্ট ৷

অবশেষে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসম্পূর্ণ কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে পাত্রসায়রে ভার্চুয়ালি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো ও তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আবহাওয়া দফতরের তরফ থেকে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। সপ্তাহ শেষে দুর্যোগ হবে বাংলায় এমনই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। সে ক্ষেত্রে আবহাওয়ার উন্নতি হলেই এগরা যাবেন তিনি। প্রসঙ্গত, এগরা নিয়ে রাজনীতির ময়দানে নেমে বিরোধী দল বিজেপি ও সিপিএম প্রথম দিন থেকেই এনআইএ তদন্তের দাবি তুলেছিল। মুখ্যমন্ত্রী নিজেও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন, এগরা নিয়ে এনআইএ তদন্তে আপত্তি নেই তাঁর। তবে তদন্তের স্বার্থে তিনি ভরসা রাখছেন সিআইডির উপরই।

এরপর তদন্তে নেমে সিআইডির এই ঘটনাযর অন্যতম প্রধান অভিযুক্ত ভানু বাগের সন্ধান পেতে খুব বেশি সময় নেয়নি। কটকের রুদ্র হাসপাতালেই পুলিশ পাকড়াও করে ভানু বাগ-সহ তাঁর ছেলে এবং ভাইপোকে। যদিও প্রধান অভিযুক্ত ভানু বাগের চিকিৎসার সময় সে রাজ্যেই মৃত্যু হয় তাঁর। এই অবস্থায় অন্য অভিযুক্তদের আদালতে হাজির করে সিআইডি। আর এরপর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি নিজেই যাবেন এগরাতে। তবে তাঁর এগরা যাত্রায় আবহাওয়া উন্নতির জন্য থাকছে অপেক্ষা।

আরও পড়ুন: এক ফোনে মুখ্যমন্ত্রী ! এবার 'নায়কের' পথে হাঁটলেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.