ETV Bharat / state

Mamata Banerjee: এক ফোনে মুখ্যমন্ত্রী ! এবার 'নায়কের' পথে হাঁটলেন মমতা

author img

By

Published : May 19, 2023, 6:11 PM IST

Updated : May 19, 2023, 10:51 PM IST

রাজ্যের মানুষ সরাসরি ফোন করে নিজেদের অভাব অভিযোগের কথা পৌঁছে দিতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 19 মে: সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে কথা বলতে পারবেন মানুষ ৷ বিধানসভা নির্বাচনের আগে দিদিকে বলো হেল্পলাইন ব্যবস্থা চালু করেছিল তৃণমূল ৷ সেখানে ব্যাপক সাড়াও পেয়েছিল দল ৷ এবার সেই থেকে শিক্ষা নিয়েই সরাসরি মুখ্যমন্ত্রী চালু করতে চলেছে রাজ্য সরকার ৷ যেখানে রাজ্যের মানুষ সরাসরি ফোন করে নিজেদের অভাব-অভিযোগের কথা পৌঁছে দিতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ শুক্রবার ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে সে কথা ঘোষণা করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ৷

অনিল কাপুরের 'নায়ক' সিনেমার সেই দৃশ্য, যেখানে একদিনের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন অভিনেতা ৷ আর তিনি মানুষের সমস্যা শোনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করার আর্জি জানিয়েছিলেন ৷ মিলেছিল সাড়া ৷ সিনেমার দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর সামনের টেবিলে সার বেঁধে রয়েছে একাধিক ফোন ৷ আর সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে সমস্যা সমাধানের তদ্বির করছেন রাজ্যের মানুষ ৷ এখানেই শেষ নয়, জনতার ফোন পেয়ে তড়িঘড়ি সমস্যা নিরসনে একের পর এক নির্দেশও দিচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু সিনেমার মুখ্যমন্ত্রীর কাজের ধরনের সঙ্গে বাস্তবের মাটির পার্থক্য বিস্তর ৷ সিনেমায় যা অনেক সরলিকরণ করা হয়ে থাকে, বাস্তবে সেটাই অনেক জটিল ৷ কিন্তু দেখা যাচ্ছে, সেই সিনেমার ঘটনাই হুবহু তুলে আনতে চাইলেন বাস্তবের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "একদিকে দুয়ারে সরকার চলছে, নবজোয়ার চলছে তেমনই সরাসরি মুখ্যমন্ত্রীও হবে ৷" মমতা জানিয়েছেন, এই সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে মানুষ নিজের অভাব অভিযোগ এবার জানাতে পারবেন ৷ দিনের একটি নির্দিষ্ট সময়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারবেন বলেও জানান মমতা ৷ তবে কবে থেকে এই সরাসরি ফোনে মুখ্যমন্ত্রী চালু হবে বা কোন ফোন নম্বরে তা করা যাবে, সে নিয়ে অবশ্য এদিন খোলসা করেননি মুখ্যমন্ত্রী ৷ তবে দ্রুত এই বিষয়টি চালু হবে তা এদিন মমতা সাফ জানিয়ে দিয়েছেন ৷

তবে রাজ্যে এই বিষয়টি নতুন নয় ৷ এর আগেও এক ফোনে মেয়র চালু করেছে কলকাতা কর্পোরেশন ৷ যেখানে কলকাতার মানুষ সরাসরি মেয়রকে ফোন করে এলাকার একাধিক বিষয় নিয়ে যেমন অভিযোগ জানাতে পারেন তেমনই ব্যক্তিগত পরিষেবা নিয়ে নিজেদের অভিযোগও জানাতে পারেন ৷ এবার কার্যত সেই পথেই হাঁটছে রাজ্য সরকারও ৷ রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই মানুষ নিজেদের অভাব অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীকে এবার সরাসরি ফোন করতে পারবেন ৷

আরও পড়ুন: ভানু বেঁচে থাকলে বাজি কারখানায় বিস্ফোরণে শুভেন্দুর যোগ বেরিয়ে আসত, দাবি কুণাল

Last Updated : May 19, 2023, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.