ETV Bharat / state

Kunal on Egra Blast: ভানু বেঁচে থাকলে বাজি কারখানায় বিস্ফোরণে শুভেন্দুর যোগ বেরিয়ে আসত, দাবি কুণাল

author img

By

Published : May 19, 2023, 5:29 PM IST

Kunal on Egra Blast
Kunal on Egra Blast

গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ কারখানার মালিক তথা মূল অভিযুক্ত ভানু বাগ বৃহস্পতিবার রাতে মারা গিয়েছেন ৷ এই নিয়ে তৃণমূলের কুণাল ঘোষের দাবি, ভানু বেঁচে থাকলে এই বিস্ফোরণে শুভেন্দু অধিকারীর যোগ বেরিয়ে আসত ৷

তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের বক্তব্য

সল্টলেক, 19 মে: বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ড নিয়ে সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ ৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের দাবি, পূর্ব মেদিনীপুরের এগরার খাদকুল ওই বিস্ফোরণের সঙ্গে বিরোধী দলনেতার সরাসরি সম্পর্ক রয়েছে ৷ মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ মারা না গেলে এই ঘটনায় শুভেন্দুদের নাম ঠিক বেরিয়ে আসত বলে দাবি করেছেন কুণাল ঘোষ ৷

শুক্রবার তিনি হাজির হয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ৷ সেখানে তিনি যান ইডির দফতরে ৷ বেরিয়ে এসে সাংবাদিকদের জানান, তাঁর একটি ব্যাংক অ্যাকাউন্ট ডিফ্রিজ করা নিয়ে ইডিকে একটি আবেদনপত্র জমা দিতে এসেছিলেন ৷ এর সঙ্গে কোনও তদন্তের কোনও সম্পর্ক নেই ৷ পরে সেখানে দাঁড়িয়েই বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে মুখ খোলেন ৷

তাঁর কথায়, ‘‘এই ভানু বা যাদের নাম শোনা যাচ্ছে, এরা অতীতে ওখানে বামপন্থী শিবিরে ছিল ৷ পরবর্তীকালে অধিকারী প্রাইভেট লিমিটেডের কাছাকাছি এসে তাদের সৌজন্যে তৃণমূলে আসে ৷ পরে আবার অনুগামী হয়ে তাদের সঙ্গেই বিজেপিতে চলে যায় । ওই এলাকাটাও বিজেপির পঞ্চায়েতে রূপান্তরিত । অধিকারী লিমিটেডের কর্মচারী ছিল ওই ভানু ।’’

কুণাল ঘোষ বলেন, ‘‘আমাদের একটা আফসোস ভানু মারা গিয়ে শুভেন্দু ও তাঁর কিছু দুষ্কৃতী সাঙ্গোপাঙ্গ বেঁচে গেলেন ৷ কারণ, ভানু জীবিত থাকলে ওই স্টেটমেন্টগুলোতে শুভেন্দুদের নামই বের হতো ।’’

একই সঙ্গে এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও তোপ দেগেছেন কুণাল ৷ শুভেন্দুকে বিজেপিতে নেওয়ার প্রসঙ্গ তুলে তিনি তোপ দাগেন সুকান্তর বিরুদ্ধে ৷

কুণাল ঘোষ বলেন, ‘‘সুকান্ত মজুমদারের দল শুভেন্দুকে চোর বলেছিল, সুকান্ত মজুমদারের দল পার্টি অফিসে শুভেন্দুর ঘুষ নেওয়ার ছবি দেখিয়েছিল, সুকান্ত মজুমদারের দল সিবিআই চেয়েছিল, সুকান্ত মজুমদারের দল শুভেন্দুর গ্রেফতারের দাবি করেছিল, সিবিআইয়ের এফআইআরে নাম থাকা প্রতিষ্ঠিত চোর, ঘুষখোর, তোলাবাজ, তাদের নিয়ে ঘোরে ৷ আবার বড় বড় কথা ।’’

একই সঙ্গে বালুরঘাটে নিজের ওয়ার্ডে সুকান্ত বিজেপি প্রার্থীকে জেতাতে পারেননি বলেও কটাক্ষ করেন তিনি ৷ টেনে আনেন হিমাচল প্রদেশে বিজেপির হারের প্রসঙ্গও ৷ তিনি বলেন, ‘‘বিজেপির সভাপতিগুলো দেখার মতো, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিজের রাজ্যে হিমাচল প্রদেশ হেরে যায়, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের বাড়ির ওয়ার্ড বালুরঘাট শহরে বিজেপিকে জেতাতে পারে না । এগুলো সব অপদার্থ ট্রেনি রাজনীতিবিদ ।’’

আরও পড়ুন: অগ্নিদগ্ধ অবস্থায় ভানু বাগ মাত্র 90 মিনিটে নিজের আধার জাল করে পালান ওড়িশায় !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.