ETV Bharat / state

Mamata Banerjee: নির্বাচনী আবহে হাঁটুতে অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর, কড়া নিরাপত্তা এসএসকেএমে

author img

By

Published : Jul 5, 2023, 4:43 PM IST

Mamata Banerjee
আগামিকাল এসএসকেএমে ভরতি হবেন মমতা

আগামিকালই এসএসকেএমে মমতার হাঁটুতে অস্ত্রোপচার ৷ হাঁটুর ব্যথা সারাতে অস্ত্রোপচারই উপায়, জানালেন এসএসকেএমের চিকিৎসকরা ৷ পরমার্শ মেনেই হাসপাতালে ভর্তি হবেন মমতা ৷

কলকাতা, 5 জুলাই: রাজ্যে পঞ্চায়েত ভোটের আবহেই হাসপাতালে ভর্তি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাঁ-পায়ের হাঁটুর যন্ত্রণার কারণে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হবেন তিনি ৷ হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাঁ-পায়ের হাঁটুতে জল জমেছে। সেই জল বার করতেই অস্ত্রোপচার হবে মমতার ৷ অস্ত্রোপচার হওয়ার পরে তাঁকে প্রায় 24 ঘণ্টা পা সোজা রাখতে হবে। তাই রাজ্যের প্রশাসনিক প্রধানকে আগামী কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে বলে খবর ৷ এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে সাড় 12 নম্বর কেবিনে ভর্তি হবেন মমতা ৷

মুখ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়া ঘিরে প্রস্তুতি তুঙ্গে এসএসকেএম হাসপাতালে ৷ কড়া নিরাপত্তা ব্যবস্থা হাসপাতাল জুড়ে ৷ বিশেষ নজরদারি চলছে উডবার্ন ওয়ার্ডেও ৷ মমতার কেবিনের চারপাশ সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে বলেই সূত্রের খবর।

27 জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণের জেরে কোমরে ও হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি আসেন এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে আসার পর তাঁর এম আর আই করা হয়।

এমআরআই-এ দেখা যায়, তাঁর বাঁ হাঁটু ও হিপজয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে। বাঁ হাঁটুতে জল জমার চিহ্নও রয়েছে। হাসপাতালে সূত্রে খবর মুখ্যমন্ত্রীর, বাঁ হাঁটুর এসিএলে (Anterior Cruciate Ligament) জল জমেছে। অস্ত্রোপচার হলেই দ্রুত হাঁটুর সমস্যার সমাধান হবে। অস্ত্রোপচারের পর 24 ঘন্টা পা সোজা করে রাখতে হয়। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও এই নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার দিনই এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। যদিও তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী। বরং তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করানোর ইচ্ছেপ্রকাশ করেন। তখন, হাঁটাচলা নিয়ন্ত্রণে রেখে বাড়িতেই তাঁকে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকেরা। এরপর থেকে বাড়িতেই নিয়মিত মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি শুরু হয়েছে। প্রতিদিন চার ঘণ্টা করে চলছে ওই থেরাপি।

আরও পড়ুন:ভোট-হিংসার বলি নাবালক! বাবার সামনেই বোমায় নিহত স্কুল পড়ুয়া

এসএসকেএম থেকে ফিজিওথেরাপিস্ট প্রতিদিন তাঁর বাড়িতে যাচ্ছেন ৷ চিকিৎসকেরাও তাঁকে কালীঘাটের বাড়িতে গিয়ে পরীক্ষা করছেন। চোট কিছুটা স্থিতিশীল হলে তাঁর অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সেই মতোই শীঘ্রই অস্ত্রোপচার করা হবে মুখ্যমন্ত্রীর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.