ETV Bharat / state

Mamata Slams Modi: দুর্নীতি নিয়ে কথা প্রধানমন্ত্রীর মুখে মানায় না, মোদিকে নিশানা মমতার

author img

By

Published : Aug 12, 2023, 2:30 PM IST

Updated : Aug 12, 2023, 4:33 PM IST

Mamata Banerjee Slams PM Narendra Modi: পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার বিজেপির সম্মেলন থেকে মোদি এই আক্রমণ করার কিছুক্ষণ পর পালটা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, দুর্নীতি নিয়ে কথা প্রধানমন্ত্রীর মুখে মানায় না ৷

Mamata Slams Modi
Mamata Slams Modi

দুর্নীতি নিয়ে কথা প্রধানমন্ত্রীর মুখে মানায় না, মোদিকে নিশানা মমতার

কলকাতা, 12 অগস্ট: বিজেপির পঞ্চায়েতী রাজ সম্মেলন থেকে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনিবার অডিয়ো বার্তায় তারই পালটা জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি অভিযোগ, দুর্নীতির কথা বলছেন প্রধানমন্ত্রী ৷ অথচ নিজের দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না তিনি । এখানেই শেষ নয় তিনি আরও অভিযোগ করেছেন, হিংসা দমনে প্রধানমন্ত্রী ব্যর্থ । মণিপুর সমস্যা সমাধানেও ব্যর্থ ।

প্রধানমন্ত্রী বক্তব্যের জবাব দিতে গিয়ে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ইন্ডিয়া জোট নিয়ে আতঙ্কিত প্রধানমন্ত্রী । তাই কোনও প্রমাণ ছাড়াই যা পারছেন তিনি বলছেন । তিনি চান গরিব মানুষ মরুক । দেশ শেষ হয়ে যাক । সাধারণ মানুষ যেমন কষ্ট পাচ্ছে পাক এবং একমাত্র বিজেপিই থাকুক ।’’

বাংলার মুখ্যমন্ত্রী এ দিন আরও অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তাদের আদর্শ নিয়ে জনগণের কাছে পৌঁছাতে পারবেন না । সমস্ত আদর্শ জলাঞ্জলি দিয়েছেন । তাদের আদর্শ এই মুহূর্তে অন্যকে ছোট করে দেখানো ।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, ‘‘আপনার মুখে অন্তত দুর্নীতি শব্দটি মানায় না । কারণ, আপনি আপনি নিজে দুর্নীতি দ্বারা পরিবেষ্টিত । একাধিক বিষয় যেমন পিএম কেয়ার তহবিল, রাফালে চুক্তি, প্রতিরক্ষা কারখানা বিক্রির মতো ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে । এমনকি প্রাইভেট সেক্টর বিক্রি করে দেওয়া থেকে শুরু করে নোট বাতিল কোনও কিছুই প্রশ্নের ঊর্ধ্বে নয় ।’’

আরও পড়ুন: বঙ্গের পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ প্রধানমন্ত্রী মোদির

মমতার আরও অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সময় 2 হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত বিজেপির স্বার্থে নেওয়া হয়েছে ৷ দেশের স্বার্থে নয় । তিনি বলেন, ‘‘মানুষকে বোকা ভাববেন না । আপনি কিছু সময় মানুষকে বোকা বানাতে পারেন, কিন্তু আপনি সবসময় মানুষকে বোকা বানাতে পারবেন না ।’’

এ দিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‘আপনি যদি সত্যিই কিছু বদলাতে চান, সেই বদল শুরু করুন আপনার দল থেকেই । আপনার নিজের চেহারা দেখুন, আপনি দুর্নীতিগ্রস্ত । আপনি নিজের লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, যারা দুর্নীতিগ্রস্ত, যারা অন্যদের চরিত্র হরণ করছে, যারা হিংসার সঙ্গে যুক্ত, যারা মহিলাদের উপর অত্যাচার করছে, যারা মণিপুরে হিংসার সঙ্গে যুক্ত, কেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছেন না ।’’

মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, বাংলায় যে হিংসার কথা বলছেন প্রধানমন্ত্রী । সেই হিংসার সঙ্গে যুক্ত বিজেপির লোকেরাই । সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বাংলায় 16-17 জনের বেশি মানুষকে হত্যা করেছে বিজেপি । প্রধানমন্ত্রী তাদেরই উস্কানি দেওয়ার চেষ্টা করছেন । তাই প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ, ‘‘এসব কথা বলার আগে আগেই রাজনৈতিক সৌজন্য শিখুন ।’’

আরও পড়ুন: মণিপুর জ্বলছে আর সংসদে দাঁড়িয়ে 'জোকস' প্রধানমন্ত্রীর, তীব্র আক্রমণ রাহুলের

Last Updated : Aug 12, 2023, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.